সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দেখা যাবে বছরের প্রথম সুপারমুন (Super Moon)। গুরুপূর্ণিমার দিন ওই চাঁদ দেখতে মুখিয়ে আকাশপ্রেমীরা। চাঁদ যে পৃথিবীর খুব কাছাকাছি আসবে তাই নয়, বছরের এই সময়ে চাঁদ আকাশের সবচেয়ে নিচের দিকে থাকে। জুলাই মাসের এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে।
কেন এমন নাম? আসলে এই সময় পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম ‘বাকে’র কারণেই তাই এই নামে ডাকা হয় জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে। এছাড়াও ‘থান্ডার মুন’, ‘হে মুন’, ‘স্যালমন মুন’ ও ‘রাসবেরি মুন’ নামেও ডাকা হয় এমাসের পূর্ণিমার চাঁদকে।
[আরও পড়ুন: সমাজকর্মী তিস্তাকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট]
এবারের পূর্ণিমায় চাঁদ অন্যান্য পূর্ণিমার (Full Moon) থেকে অনেক বেশি কাছাকাছি আসবে পৃথিবীর। তাই একে ডাকা হচ্ছে সুপারমুন বলে। এটাই বছরের প্রথম সুপারমুন বলে আকাশপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। এদিন চাঁদকে তুলনামূলক ভাবে বেশি বড় ও উজ্জ্বল দেখাবে। চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে।
কেবল সোমবারই নয়, রবিবার ও মঙ্গলবারও চাঁদকে খুবই উজ্জ্বল ও বড় দেখাবে বলে জানা যাচ্ছে। তবে এই চাঁদ সুপারমুন হলেও এবছর যে চারটি সুপারমুন দেখা যাবে তার মধ্যে সবচেয়ে ছোট। এরপর ১ আগস্ট, ৩০ আগস্ট ও ২৯ সেপ্টেম্বর যে সুপারমুনগুলি দেখা যাবে সেখানে চাঁদকে আরও বড় দেখাবে।