সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের সামনে লম্বা লাইন৷ মানুষের নয় চপ্পলের৷ ছোট-বড়-মাঝারি নানা মাপের চপ্পল৷ প্রায় শ’খানেক চপ্পল তো হবেই একটি ব্যাঙ্কের সামনে৷ প্রত্যেকটিতে টুকরো কাগজে লেখা চপ্পল মালিকের নাম৷ এভাবেই ব্যাঙ্কের সামনে লাইন দিচ্ছেন জয়াপুর গ্রামের মানুষজন৷
বারাণসির এই গ্রামকে দত্তক নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যার এক নোট বাতিলের ঘোষণায় তোলপাড় গোটা দেশ৷ বিপাকে পড়ছেন গ্রামের বাসিন্দা শাহরুন্নিসাও (৫৫)৷ নভেম্বর মাসের ২২ তারিখে তাঁর ২০ বছরের কন্যা তাজোর বিয়ে৷ মেয়ের নিকাহর জন্য অনেক টাকা তুলেছিলেন শাহরুন্নিসা৷ এখন প্রায় সবই অচল৷ তাই মা ও মেয়ে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে৷ জন ধন যোজনায় দু’জনে মিলে ২০,০০০ টাকা তোলা গেলেও অনেকটাই সুরাহা হবে৷
গ্রামের বাকিদেরও কমবেশি একই অবস্থা৷ শীতের শুরুতেই ফসল কাটার সময়৷ এখন কিছু কাঁচা টাকা সাধারণত হাতেই রাখেন কৃষকরা৷ সেই কারণেই বিপাকে পড়েছেন অনেকেই৷ লম্বা লাইন পড়েছে ব্যাঙ্কের সামনে৷ আর লাইন থেকে বাঁচতে এই অভিনব উপায় অবলম্বন করছেন গ্রামবাসী৷
The post শুধু মানুষ নয়, ব্যাঙ্কের সামনে চপ্পলেরও লাইন appeared first on Sangbad Pratidin.