shono
Advertisement

সফল অস্ত্রোপচারে সুস্থ হচ্ছে বাংলাদেশের শিকড়কন্যা সাহানা

বিশ্বের মধ্যে অন্যতম বিরল এই রোগ। The post সফল অস্ত্রোপচারে সুস্থ হচ্ছে বাংলাদেশের শিকড়কন্যা সাহানা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Feb 08, 2017Updated: 10:30 AM Feb 08, 2017

সুকুমার সরকার, ঢাকা: একে ওয়ার্টের সংক্রমণ৷ তায় জিনঘটিত গোলমাল৷ রোগীর হাত-পা ফুলে ঠিক গাছের মতো দেখতে হয়ে যাচ্ছে৷ ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে একটি বালিকা৷ অসহ্য যন্ত্রণা৷ ফের বৃক্ষ-মানুষ রোগে আক্রান্ত রোগীর সন্ধান মিলল বাংলাদেশে৷ আবুল বাজানদারের পর এবার দশ বছরের একটি বালিকার শরীরেও এই রোগের সন্ধান পাওয়া গেল৷ বালিকাটির নাম সাহানা খাতুন৷ কলমামান্দা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে বর্তমানে ভর্তি রয়েছে এই বালিকা৷ মঙ্গলবারই অস্ত্রোপচার করা হল মেয়েটির৷ চিকিৎসক সামন্ত লাল বলেন, দ্বিতীয়বার অস্ত্রোপচার করা জরুরি নাও হতে পারে এই বালিকার ক্ষেত্রে৷ জন্মের পর থেকে গত ছয় বছরে বৃক্ষ কন্যার গালে, নাকে, থুতনি-সহ একাধিক স্থানে গজিয়েছে শিকড়ের মতো দেখতে কিছু অংশ৷

Advertisement

(এবার মার্কিন ভিসার জন্য লাগবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড!)

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ও চিকিৎসক আবুল কালাম বলেন, এর আগে বছর সাতাশের রিকশাচালক আবুল বাজানদারেরও এই একই রোগ হয়েছিল৷ তিনি সেরে উঠছেন৷ বিশ্বের মধ্যে অন্যতম বিরল এই রোগ হয় এপিডার্মোডিসপ্ল্যাসিয়া ভেরুসিফর্মিসের সংক্রমণে জিনঘটিত বদলের জেরে৷ এই ‘ট্রি ম্যান ডিজিজ’-এ আক্রান্ত হলে বেঁচে ফেরার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ৷ কিন্তু সাহানার শরীরে রোগের মাত্রা অনেক কম৷ মেয়েটিকে তাড়াতাড়ি সারিয়ে ফেলা সম্ভব৷ ছয় সদস্য বিশিষ্ট বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, নিখরচায় মেয়েটির অস্ত্রোপচার করা হয়েছে৷ মেয়েটির হাঁটুতে প্রথম এই রোগ ধরা পড়ে৷ তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে৷ বাবার সঙ্গে মেয়েটি ঢাকা এসে পৌঁছয়৷

(ইনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা)

বাংলাদেশের উত্তর-পূর্বে নেত্রকোনার কলমামান্দা উপজেলার বালুরচর গ্রামের এক কৃষকের কন্যা সাহানা৷ বাবা শাহজাহান মিঁয়ার আর্থিক সংগতি নেই৷ তিনি বলেন, যত দিন যাচ্ছে, তত বেশি শিকড়ের মতো অংশ দেখা দিচ্ছে মেয়েটির শরীরে৷ স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে ওষুধ খেয়ে সাহানার কোনও উপকার হয়নি বলেই জানান শাহজাহান৷ আবুলের ক্ষেত্রেও আর্থিক সংগতিও ছিল না চিকিৎসার৷ তখনই চিকিৎসকদের নজরে আসে এই ঘটনাটি৷ কিন্তু সেই অসাধ্যই সাধন করছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা৷ আবুলের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি কো-অর্ডিনেটর সামন্ত লাল সেন বলেছিলেন, তিনি সেরে উঠলে তা বিশ্বের চিকিৎসাশাস্ত্রে এক অন্য দিগন্ত খুলে দেবে৷ বাস্তবেও তাই ঘটে৷ কারণ প্রায় ১৬টি অস্ত্রোপচার করে পাঁচ কিলোগ্রাম ওয়ার্ট সরিয়ে দেওয়া হয় আবুলের হাত থেকে৷ প্রায় এক বছর টানা চিকিৎসার পর ধীরে ধীরে সেরে উঠছেন তিনি৷ বিশ্বের মধ্যে আবুলই প্রথম ব্যক্তি যিনি এই বিরল রোগের হাত থেকে মুক্তি পেয়েছেন৷ সারা বিশ্বের বিভিন্ন শুভার্থীর থেকে বেশ কিছু অনুদান পেয়েছেন আবুল৷ অনুদানের টাকায় একটা ছোটখাটো ব্যবসা শুরু করার ইচ্ছাও রয়েছে তাঁর৷ উল্লেখ্য, ২০১৬ সালেই ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি এই বিরল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান৷ রোমানিয়া ও ইন্দোনেশিয়ায় আরও দু’জনের সন্ধান পাওয়া যায়, যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছিলেন৷

(ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ!)

The post সফল অস্ত্রোপচারে সুস্থ হচ্ছে বাংলাদেশের শিকড়কন্যা সাহানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement