সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাড়িতে ওয়াই-ফাই থাকলেও ইন্টারনেটের স্পিড নিয়ে সন্তুষ্ট নন? এমনকী স্পিড কম হচ্ছে বলে পরিষেবা প্রদানকারী সংস্থাকে দোষারোপও করেছেন বহুবার। তবু পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে অন্য সংস্থার থেকেও পরিষেবা নিয়েছেন।কিন্তু, সেটাও কিছুদিন ভাল পরিষেবা দেওয়ার পর তাতেও সমস্যা হচ্ছে। ভাবছেন কী করবেন ? বেশি কিছুই নয়৷ আপনার ওয়াই-ফাইয়ের হার্ডওয়্যারে সামান্য কিছু পরিবর্তন করলেই সমাধান হবে আপনার সমস্যার।
আসুন, জেনে নিন কীভাবে বাড়াবেন আপনার ইন্টারনেটের স্পিড-
উপায় ১ – কখনও আপনার কাছে থাকা রাউটারটিকে অবহেলা করবেন না। বরং সবসময় আপনার ওয়াই-ফাই রাউটারে লেটেস্ট ফার্মওয়ার আপডেট করুন।
[এখনই বদলে ফেলুন ফেসবুক পাসওয়ার্ড, পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের]
উপায় ২- আপনার ডুয়েল ব্যান্ড রাউটারের ফ্রিকোয়েন্সি় ২,৪ জিএইচজেড বদলে ৫ জিএইচজেড-তে বদলে নিন। এর ফলে যখন তখন নেট চলে যাওয়ার সমস্যা যেমন মিটবে, তেমনি বাড়বে স্পিডও।
উপায় ৩ – সর্বাধিক কভারেজ এবং স্পিডের জন্য ইন্টারনেটের ওয়াই-ফাই নেটওয়ার্ক আপগ্রেড করুন।
উপায় ৪ – কখনই দেওয়ালের কাছে রাউটার রাখবেন না। ঘরের কোন জায়গায় সেটি রাখছেন তার উপরে স্পিড কমা-বাড়া করে। তাই সবসময় ঘরের মাঝে সেটিকে রাখতে চেষ্টা করুন। রাউটারটি কখনই দেওয়ালে ঝুলিয়ে বা খোলা জায়গায় রাখবেন না।
[হাঁটতে হাঁটতেই চার্জ করুন মোবাইল, অভিনব আবিষ্কার ২ ভারতীয় ছাত্রের]
বড় বাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ওয়াই-ফাই অ্যান্টেনা লাগালে স্পিড ও কভারেজ আরও ভাল পাওয়া যাবে। তাহলে সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই, দুর্দান্ত স্পিডে নেট পরিষেবা মিলবে৷ ইচ্ছেমতো আপনার কাজ করতে পারবেন, কোনও বাধা ছাড়াই৷
The post বাড়িতে ওয়াই-ফাই স্লো চলছে? ব্যবহার করুন এই কয়েকটি পদ্ধতি appeared first on Sangbad Pratidin.