shono
Advertisement

Breaking News

জানেন, কেন বাড়তে চলেছে সাবান-টুথপেস্ট-শ্যাম্পুর দাম?

বাজেট নয়, তবু কেন বাড়ছে দাম? The post জানেন, কেন বাড়তে চলেছে সাবান-টুথপেস্ট-শ্যাম্পুর দাম? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 AM Apr 10, 2017Updated: 02:02 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই সাবান, টুথপেস্ট, শ্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে চলেছে সবচেয়ে বড় দুটি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার(HUL) ও প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল(P&G)৷ সম্ভবত পয়লা থেকে লাগু হচ্ছে জিএসটি বা পণ্য পরিষেবা কর৷ সেই কর কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে হয় মার্কেটিং স্ট্র্যাটেজিতে বড়সড় রদবদল আনতে হবে বা পণ্যের দাম বাড়াতে হবে ওই দুই সংস্থাকে, খবর একটি সর্বভারতীয় সংবাদপত্রের৷

Advertisement

[দিল্লিতে মোদি-মমতা বৈঠক, আলোচনা রাজ্যের বকেয়া প্রকল্প নিয়ে]

পয়লা জুলাই থেকে জিএসটি লাগু হওয়ার আগে HUL তাদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে৷ সংস্থার ভিতরের একটি সূত্রে জানাচ্ছে, “HUL জানে, জিএসটি-র আওতায় তাদের বেশ কিছু পণ্য আসতে পারে৷ যার ফলে ওই পণ্য থেকে প্রাপ্ত লভ্যাংশ কমতে পারে৷ এই আশঙ্কায় সংস্থাটি তাদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে৷ যাতে একসঙ্গে বেশি পণ্য তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে খানিকটা লাভের মুখ দেখা যায়৷” জিএসটি-র আওতায় বেশ কিছু পণ্যের কর ১৮-২৮ শতাংশ হতে পারে৷ সেটা জেনেই P&G তাদের কয়েকটি পণ্যের উৎপাদন কমিয়ে আনতে পারে, দাবি একটি সূত্রের৷ এখন ঘটনা হল, এ দেশে ব্যবহৃত ভোগ্যপণ্যের বেশিরভাগটাই ওই দুই সংস্থা উৎপাদন করে৷ এখন ওই দুই সংস্থাই জিএসটি-র জন্য তাদের পণ্যের দামে রদবদল আনলে সাধারণ মানুষের উপর যে সেই বাড়তি দামের বোঝা চাপবে, এমনটাই আশঙ্কা ওয়াকিবহাল মহলের৷

[মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার প্রাণ বাঁচিয়েছিলেন এই ভারতীয় মেজর]

The post জানেন, কেন বাড়তে চলেছে সাবান-টুথপেস্ট-শ্যাম্পুর দাম? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement