সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাছি! হ্য়াঁ, আগে থেকেই সোশাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন উরফি জাভেদ। ইঙ্গিত ছিল মাছি দিয়ে নতুন পোশাক সাজাবেন তিনি। যেমনটি কথা, তেমনটিই করলেন। এমন এক পোশাক পরলেন, যার আনাচে কানাচে মাছির মতো মোটিফ। শুধু পোশাকে নয়, উরফির স্তনেও দেখা গেল মাছি!
আজব ফ্য়াশনের জন্য় সোশাল মিডিয়ায় বরাবরই নজর কাড়েন উরফি। এমনকী, এই অদ্ভুত ফ্য়াশনের জন্য় নানা সময়, নানারকম হুমকিও পেয়েছেন তিনি। একবার তো উরফির উদ্ভট পোশাকের জন্য তাঁকে রেস্তরাঁতেও ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাতেও থামেননি উরফি। কিছুদিন আগে তো ফ্যাশনের ঠেলায় আইনি বিপাকেও পড়েছিলেন উরফি। উলটে আজব ফ্যাশনের তালিকায় রোজই নতুন নতুন আইডিয়া এনেই চলেছেন। যার প্রমাণ সদ্য পোশাকে মাছি!
[আরও পড়ুন: ‘আপনি মারা গেলে এই লোকগুলোই…’, ফাইনালে ব্রাত্য কপিলকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা]
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।