shono
Advertisement

‘এক ভুঁইফোড় গিয়েছেন, বাকিরা গেলেই মঙ্গল’, শুভেন্দুকে তীব্র কটাক্ষ সোহমের

'একুশে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই', চ্যালেঞ্জ সোহমের।
Posted: 12:47 PM Jan 07, 2021Updated: 01:10 PM Jan 07, 2021

বাবুল হক, মালদহ: মালদহ (Maldah) থেকে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন যুব তৃণমূলের সহ-সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। একহাত নিলেন শুভেন্দু অধিকারীকে। আশ্বাস দিলেন রাজ্যবাসীর পাশে থাকার।

Advertisement

রোড শোর পর এদিন মালদহ শহরের অতুলমার্কেটে পথসভায় যোগ দেন সোহম। সেখানে মানুষের ঢল দেখে তিনি বলেন, “এই জনজোয়ার দেখে নিশ্চিতভাবেই বলা যায় যে, ‘না রে না, বিজেপি পারবে না।’ একুশে তৃতীয়বার বাংলার মুখ‍্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের এই আবেগ সেটাই বলছে।” শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সোহম বলেন, “বলতে খুবই খারাপ লাগছে, কিছু ভুঁইফোড় মানুষ রয়েছেন। তাঁরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হয়ে ছিলেন। এখন ছয় বছর ধরে কী করেছেন, সেটা আপনারা সবাই জানেন। দলটাকে নষ্ট করেছে। এরা হচ্ছে উইপোকা। আপনার ঘরে যদি ঢুকে যায়, তবে ঘরকে ফোঁপরা করে দেবে। এরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায়, ততই মঙ্গল। ভুঁইফোড় একজন বেরিয়ে গিয়েছেন। বাকিরা বেরিয়ে গেলে ভাল হয়।”

[আরও পড়ুন: সেফটিপিন দিয়ে হাতে নাম খোদাই! ফের রাজ্যের সরকারি হোমে নির্যাতনের শিকার নাবালিকা]

এরপর শুভেন্দুর ‘তোলাবাজ ভাইপো’ কটাক্ষের জবাবে সোহম বলেন, “সাহস কত! অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে বলছে, তিনি নাকি তোলাবাজ। আরে তোমাদেরকেই তো টাকা নিতে দেখা গিয়েছে টিভির পর্দায়।” টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীও এদিন বহিরাগত বলে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের। বলেন, ‘’বাংলায় ঘুরতে এসো, বাংলা দেখতে এসো। মালদহের আম, মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানাব। কিন্তু বাংলায় কুনজর দিলে আমের আঁটি দিয়ে মারব। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সৈনিক। বাংলাকে রক্ষা করা, সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।”

[আরও পড়ুন: ‘রক্তচক্ষু দেখিয়ে আটকানো যাবে না’, মধ্যরাতে নন্দীগ্রামে শহিদদের শ্রদ্ধা জানিয়ে হুঙ্কার শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার