-
- ফটো গ্যালারি
- Some controversial comments of ex cm of tripura biplab kumar dev
বিতর্কিত বিপ্লব দেব, একনজরে দেখে নিন তাঁর আলটপকা কয়েকটি মন্তব্য
মুখ্যমন্ত্রিত্বের ৪ বছরে একাধিকবার হাসির খোরাক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Tap to expand
২০১৮ সালের ৯ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন বিপ্লব কুমার দেব। আগরতলায় শপথ গ্রহণের করে কাজ শুরুর মাস খানেকের মধ্যেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হন তিনি।
Tap to expand
বিপ্লব দেবের বিতর্কিত মন্তব্যের মধ্যে বিশেষভাবে আলোচিত কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ইন্টারনেটের অস্তিত্ব। তাঁর কথায়, 'মহাভারতের সময়ে ইন্টারনেটের প্রচলন ছিল। যদি ইন্টারনেট না-ই থাকত তাহলে যুদ্ধক্ষেত্র থেকে দূরে বসে সঞ্জয় কীভাবে সব খবর ধৃতরাষ্ট্রকে দিচ্ছিলেন? কী করেই বা পরবর্তী কৌশল বলে দিচ্ছিলেন?'
Tap to expand
সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি সম্পর্কেও বেশ অনভিজ্ঞ ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর মন্তব্য থেকেই তা স্পষ্ট। বিপ্লব দেবের কথায়, 'সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা নন।'
Tap to expand
কৃষি, প্রাণীপালন সম্পর্কে রাজ্যবাসীকে অভিনব পরামর্শ দিয়েছিলেন বিপ্লব দেব। বলেছিলেন, 'আপনারা হাঁস পুষুন। তাহলে ডিমও পাবেন, তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। আবার পরিবেশে অক্সিজেনের মাত্রাও বাড়বে।'
Tap to expand
বিচারব্যবস্থাকে থোড়াই কেয়ার! একবার আদালত অবমাননার মামলায় হওয়ায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, 'আদালত নয়, আমি বাঘ। আদালত অবমাননায় ভয়ের কোনও কারণ নেই।'
Tap to expand
সৌন্দর্য সম্পর্কে তাঁর নিজস্ব 'বোধ' ছিল। একবার তাঁকে বলতে শোনা যায়, 'ডায়না হেডেনকে যতটা সুন্দরী বলা হয় তিনি কিন্তু ততটা সুন্দরী নন।'
Published By: Sucheta SenguptaPosted: 07:14 PM May 14, 2022Updated: 07:14 PM May 14, 2022
মুখ্যমন্ত্রিত্বের ৪ বছরে একাধিকবার হাসির খোরাক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।