সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ইন্টারনেটে যে নামটি ছেয়ে গিয়েছে, সেটি হল সোনম গুপ্তা৷ কে এই সোনম গুপ্তা? তিনি কি সত্যিই ‘বেওয়াফা’? এমন প্রশ্নই যখন চারদিকে ঘুরপাক খাচ্ছে তখন দেখা মিলল সোনম গুপ্তাদের৷ ইন্টারনেটে কিছু মজার খোরাকের কেমন খেসারত দিচ্ছেন তাঁরা সেই কথাই জানা গিয়েছে তাঁদের কাছ থেকে৷
গত কয়েকদিন ধরেই ইন্টারনেটে ১০ টাকা এবং ২০০০ টাকার নোটের উপর লেখা ‘সোনম গুপ্তা বেওয়াফা’ ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে৷ মজা করে অনেকেই বলছেন ‘সোনম গুপ্তা বেওয়াফা’! কিন্তু কে এই সোনম গুপ্তা সে কথা জানেন না প্রায় কেউই৷
আর নোটের উপর লেখা নামের জন্য সোনম গুপ্তা নামের মহিলারাও রীতিমতো হয়রানির শিকার৷
এক সোনম গুপ্তা জানিয়েছেন, তাঁর সদ্য বিয়ে হয়েছে৷ ইন্টারনেটে খোরাকের ফলে তাঁর পরিবারের সদস্যরা চিন্তা করছেন৷ তাঁর কাকা তাঁকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাইছেন৷ আর নতুন বিয়ে হওয়ার কারণে স্বামীর এবং তাঁর পরিবারেরও অদ্ভুত সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে৷
অপর এক সোনম গুপ্তা জানিয়েছেন, ‘সোনম গুপ্তা বেওয়াফা’ লেখা নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই তিনি অন্ততপক্ষে ২০টি ফোন এবং ৫০টি মেসেজ পেয়েছেন৷ প্রত্যেকেই জিজ্ঞেস করেছেন তিনিই সেই ‘বেওয়াফা’ সোনম গুপ্তা কি না?
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক সোনম গুপ্তা জানিয়েছেন, অপরের মজার জন্য হয়রানির শিকার হয়েছেন তিনি৷ ফেসবুকে অচেনা বহু মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন প্রতিদিন৷ পাশাপাশি ‘বেওয়াফা’ বলেও তাঁকে খোরাক করা হচ্ছে বলে জানান তিনি৷
The post সত্যিই ‘বেওয়াফা’? উত্তর দিলেন সোনম গুপ্তা appeared first on Sangbad Pratidin.