shono
Advertisement
Kangana Ranaut

কানোয়ার যাত্রার নিদানের বিরোধিতায় সোনু সুদ, 'হালাল' প্রসঙ্গ তুলে পালটা তোপ কঙ্গনার

কানোয়ার যাত্রার বিজ্ঞপ্তি নিয়ে সারা দেশেই 'বিতর্ক' চলছে।
Published By: Suparna MajumderPosted: 07:36 PM Jul 20, 2024Updated: 08:54 PM Jul 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানোয়ার যাত্রার বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত এই যাত্রায় যান। এবারের যাত্রা ২২ জুলাই। যাত্রাপথে যত খাবারের দোকান তাদের মালিক ও কর্মচারীদের নাম প্রদর্শন করতে হবে। উত্তরপ্রদেশের মুজফফরনগরে পুলিশের এমন নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক। এর বিরোধিতা করেই 'X' হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন সোনু সুদ (Sonu Sood)। আর তাতেই তীব্র প্রতিক্রিয়া অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)।

Advertisement

 

"প্রত্যেকটি দোকানে শুধু একটাই নেমপ্লেট থাকা উচিত, আর তা হল মানবিকতা", নিজের ভেরিফায়েড 'X' হ্যান্ডেলে এই বার্তা দেন সোনু। তার জবাবে আবার কঙ্গনা লেখেন, "মানছি, হালাল শব্দের পরিবর্তেও তাহলে মানবিকতা লেখা উচিত।" প্রসঙ্গত একসময় বন্ধুই ছিলেন কঙ্গনা ও সোনু। তবে 'মণিকর্ণিকা' সিনেমার শুটিংকে কেন্দ্র করে দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়। ছবি ছাড়েন সোনু। এখন দুজনের পথ আলাদা। তবে প্রাক্তন বন্ধুকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি কঙ্গনা।

[আরও পড়ুন: ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন থাকছেন না রাজ! পদ সামলাবেন কে?]

এর আগে কানোয়ার যাত্রার (Kanwar Yatra) এই নির্দেশিকা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে যোগীরাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তোলেন জাভেদ আখতার (Javed Akhtar)। 'X' হ্যান্ডেলেই তিনি লেখেন, "মুজফফরনগরে উত্তরপ্রদেশের পুলিশ নির্দেশ দিয়েছে এক ধর্মীয় যাত্রার পথে অদূর ভবিষ্যতে সমস্ত খাবারের দোকান ও রেস্তরাঁ, এমনকী গাড়িগুলিকেও মালিকের নাম পরিষ্কার ও স্পষ্ট ভাবে প্রদর্শন করতে হবে। কেন? নাৎসি জার্মানিতেও এভাবেই নির্দিষ্ট দোকান ও বাড়িকে দেগে দেওয়া হত।"

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনও রকম ধর্মীয় বৈষম্য সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। কেবল পুণ্যার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ। পুলিশ জানিয়েছে, শ্রাবণ মাসে কানোয়ার যাত্রার (Kanwar Yatra) সময় ভিনরাজ্যের পুণ্যার্থীরা পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে হরিদ্বারে জল আনতে যান। এবং তাঁরা মুজফফরনগর জেলা দিয়ে যাতায়াত করেন। শ্রাবণের এই পবিত্র মাসে, বহু মানুষ, বিশেষ করে কানোয়ারিরা নির্দিষ্ট ধরনের খাবার থেকে দূরে থাকেন। অতীতে বহু দোকানদার, যাঁরা খাবার বিক্রি করেন কানোয়ার মার্গে, তাঁরা দোকানের এমন নাম রাখেন যে সংশয় তৈরি হতে থাকে। যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেখা যায়। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং পুণ্যার্থীদের বিশ্বাসের মর্যাদা দিতে কানোয়ার মার্গের হোটেল, ধাবা ও দোকানদারদের অনুরোধ করা হয়েছে মালিক ও কর্মচারীদের নাম প্রদর্শন করার জন্য।

[আরও পড়ুন: ভেজা শরীরে স্নানঘরে কার্তিক, পরনে শুধুই তোয়ালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "প্রত্যেকটি দোকানে শুধু একটাই নেমপ্লেট থাকা উচিত, আর তা হল মানবিকতা", 'X' হ্যান্ডেলে লেখেন সোনু সুদ।
  • তার জবাবে আবার কঙ্গনা লেখেন, "মানছি, হালাল শব্দের পরিবর্তেও তাহলে মানবিকতা লেখা উচিত।"
Advertisement