সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বদলে ‘উঁচাই’ সিনেমার নায়ক হতে চেয়েছিলেন সলমন খান (Salman Khan)। তাঁর সেই আরজি পত্রপাঠ নাকচ করে দেন পরিচালক সুরজ বার্জাতিয়া। বলিউডের সুলতানের একেবারে মুখের উপর না করে দেন তাঁর প্রিয় বন্ধু।
মঙ্গলবারই ‘উঁচাই’ (Uunchai) সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। ছবিতে চার বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছে। এই চারজনের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (অমিত), অনুপম খের (ওম), বোমন ইরানি (জাভেদ) এবং ড্যানি ডেনজংপা (ভূপেন)। দুর্ঘটনায় আচমকা ভূপেনের মৃত্যু হয়। বন্ধুর শেষ ইচ্ছে পূরণ করতে এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়ে বাকি তিন বন্ধু।
[আরও পড়ুুন: সদ্য শুরু হওয়া ‘রান্নাঘরের গপ্পো’ শো নিয়ে ব্যঙ্গ, নেটিজেনকে মোক্ষম জবাব সুদীপ্তার]
ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুরজ জানান, যখন তিনি ছবিটি তৈরি করছিলেন সলমন নিজের বিষয়ে জানতে চান। সুরজ তাঁকে পুরো কাহিনি জানান। কাহিনি শুনে খুবই উৎসাহিত হয়ে পড়েন বলিউডের ‘দাবাং’ খান। অমিতাভ বচ্চনের বদলে তাঁকে এই ছবির নায়ক করার আরজি জানান। কিন্তু সে আরজি সরাসরি নাকচ করে দেন পরিচালক। কারণ, সলমন খুব ভালভাবেই পাহাড়ে চড়তে পারেন। আর এই ছবির জন্য তাঁর এমন কিছু অভিনেতার প্রয়োজন ছিল যাঁদের পর্বতারোহণের কোনও অভিজ্ঞতাই নেই।
বরাবরই পারিবারিক ছবি করতে ভালবাসেন পরিচালক সুরজ। সলমনের সঙ্গে জুটি বেঁধে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। শেষবার ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি পরিচালনা করেছিলেন সুরজ। তারও নায়ক ছিলেন সলমন। কিন্তু এবার প্রিয় নায়ককে সরাসরি না করে দিলেন তিনি। এতে অবশ্য সলমন ও তাঁর সম্পর্কে কোনও সমস্যা তৈরি হয়নি। পরিচালকের যুক্তি মেনে নিয়েছেন সলমন। তারপর ২০২১ সালের অক্টোবর মাসে ছবির শুটিং শুরু হয়। শেষ হয় ২০২২ সালের এপ্রিল মাসে। আগামী ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।