সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ বছরের এক শিশুকে ধর্ষণ (Rape) করে খুনের ঘটনায় মন খারাপ গোটা কেরলের (Kerala)। নির্মম হত্যাকাণ্ড প্রকাশ্যে আসতেই ক্ষোভ ফেটে পড়ে আমজনতা। অভিযোগ, শিশুটিকে অপহরণ করে তার উপরে নির্যাতন চালানো হয়েছে, তাতেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় নজিরবিহীনভাবে সামাজমাধ্যমে দুঃখপ্রকাশ করল পিনারাই বিজয়ন সরকারের পুলিশ। টুইট করা হয় ‘‘সরি ডটার’’। তদন্তে নেমেও ব্যর্থ হওয়ায়, শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের হাতে তুলে দিতে পারায় ক্ষমাপ্রার্থী হল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিবার এর্নাকুলাম জেলার বাসিন্দা। শুক্রবার থেকে নিরুদ্দেশ ছিল সে। পরিবার থানায় নিখোঁজ ডাইরি করে। তদন্তে নেমে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে, শুক্রবার সন্ধেয় স্থানীয় বাজার অঞ্চলে অনেকেই শিশুটিকে দেখেছেন। একথা জানার পরই ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত একটি নর্দমা থেকে উদ্ধার শিশুর বস্তাবন্দি দেহ।
[আরও পড়ুন: ভারতীয় প্রেমিকের টানে শ্রীলঙ্কা থেকে ছুটে এলেন যুবতী, বিয়ের পিঁড়িতে বসতেই বিপত্তি!]
ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায়, ৫ বছরের একরত্তিকে ধর্ষণ করে শ্বাসরোধ খুন করা হয়েছে। শিশুটি এক পরিযায়ী শ্রমিক দম্পতির সন্তান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চিহ্নিত করে পুলিশ। শিশুটি যে বাড়িতে থাকত, সেই বাড়িরই দোতলায় থাকত অভিযুক্ত। পুলিশ মদ্যপ অবস্থায় তাকে আটক করে। জেরায় অভিযুক্ত দোষ কবুল করেছে। গ্রেপ্তার করা হয়েছে তাকে।
[আরও পড়ুন: খরচ বাড়বে পড়ুয়াদের, হস্টেল-পিজিতেও এবার ১২ শতাংশ GST!]
যদিও ছোট্ট মেয়েটিকে বাঁচাতে না পারায় আক্ষেপ করছে পুলিশ। শনিবার কেরল পুলিশের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘ওকে সুস্থ অবস্থায় বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যে সন্দেহভাজন শিশুটিকে অপহরণ করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে।’’ এইসঙ্গে তদন্তে গড়িমসির কথা অস্বীকার করেছে পুলিশ। এদিকে কেরলের কংগ্রেস সভাপতি কে সুধাকরণ শিশুর পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন।