shono
Advertisement
Sourav Ganguly

বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সৌরভ, একের পর এক গাড়ির ধাক্কায় ছড়াল চাঞ্চল্য!

কী জানালেন সৌরভের সফরসঙ্গীরা?
Published By: Sulaya SinghaPosted: 12:02 AM Feb 21, 2025Updated: 01:56 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় পথদুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গাড়ি। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে দুর্ঘটনার সম্মুখীন হয় মহারাজের গাড়িটি।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ। রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাঁতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভের রেঞ্জ রোভার। তাঁর সঙ্গে থাকা লোকজন জানান, আচমকাই একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার উপক্রম করে। আর সেই কারণেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের গাড়ি। তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে জোরে ব্রেক কষেন সৌরভের গাড়ির চালক। যার ফলে তাঁর পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সৌরভের পিছনে থাকা গাড়িটিও তাঁর রেঞ্জ রোভারে ধাক্কা মারে। তবে গাড়ির গতি বেশি থাকায় কেউ আহত হননি। যদিও কনভয়ে থাকা দুটি গাড়ির খানিকটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এমন দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে ধারে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয় সৌরভকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় তাঁর কনভয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজিরও হন 'দাদা'। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও যোগ দেন।

সৌরভের সফরসঙ্গীরা জানান, বড়সড় দুর্ঘটনা থেকে এদিন সকলে রক্ষা পেয়েছেন। লরিটি যেভাবে কনভয়কে চেপে দিয়েছিল, তাতে দুর্ঘটনা বড় আকার নিতেই পারত। তবে রেঞ্জ রোভারের মতো গাড়ি থাকায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ।
  • রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাঁতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল।
  • তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভের রেঞ্জ রোভার।
Advertisement