shono
Advertisement
Sourav Ganguly

'চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট ভারত', পাক-বধের ছকও তৈরি করে দিলেন সৌরভ

'ঠিক আছি', গাড়ি দুর্ঘটনা নিয়ে ভক্তদের আশ্বস্ত করলেন 'দাদা'।
Published By: Arpan DasPosted: 07:20 PM Feb 21, 2025Updated: 07:36 PM Feb 21, 2025

শিলাজিৎ সরকার: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। যদিও দুই দলের ছবিটা আলাদা। একদিকে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে প্রবল চাপে রিজওয়ানরা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করছেন, পাকিস্তানের কাজটা একেবারেই সহজ নয়।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছেন মহম্মদ শামি। সেঞ্চুরি শুভমান গিলের। শুধু এই দুজন নয়, সৌরভ গোটা ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ভারত-পাক মহারণে রোহিতরা অপ্রতিরোধ্য। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "সাদা বলে ভারত খুবই শক্তিশালী। গত ২৫ বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত মাত্র একবার পাকিস্তানের কাছে হেরেছে। ভারত এই টুর্নামেন্টের ফেভারিট। পাকিস্তানের কাজটা একেবারেই সহজ হবে না। ভারত অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে। তাছাড়া দুবাইয়ের উইকেটে বেশি রান উঠবে না।"

সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের দুর্বলতাও ধরে ফেলেছেন 'দাদা'। তাঁর বক্তব্য, "পাকিস্তান স্পিনের বিরুদ্ধে একেবারেই খেলতে পারছে না। আর সেখানে ভারতের হাতে অক্ষর, জাদেজা, কুলদীপরা আছে। আমার মনে হয়, দুবাইয়ের পিচে বল সামান্য ঘুরবে। ভারত এই কম্বিনেশন নিয়েই নামবে।" বাংলাদেশ ম্যাচেও এই ছকেই খেলেছিলেন রোহিতরা।

নতুন প্রতিভাদের জন্য অঢেল প্রশংসা সৌরভের। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বলেন, "কেএল রাহুল আর ঋষভ পন্থ দুজনেই খুব ভালো। একদিনের ক্রিকেটে রাহুলের রেকর্ড ভালো। তবে ঊনিশ-বিশ। কোচ যাকে ঠিক মনে করছে, তাকেই খেলাচ্ছে। ভারতে প্রতিভার অভাব নেই।" চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সঙ্গে দেখা যেতে পারে নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে। এছাড়া অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও একটি দল যেতে পারে।"

উল্লেখ্য, বৃহস্পতিবারই পথদুর্ঘটনার কবলে পড়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক গাড়ি। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে দুর্ঘটনার সম্মুখীন হয় মহারাজের গাড়িটি। সেই প্রসঙ্গে সৌরভ জানান, "বড় কিছু হয়নি। সবাই ঠিক আছি। লরি এসে চেপে দিয়েছিল। পুলিশের পাইলট কার আমাদের আগে ছিল। পিছনে কনভয় ছিল। লরি আমাদের কাছে এসে চেপে দেওয়ায়, আমার চালক নিয়ন্ত্রণে আনতে হঠাৎ ব্রেক কষে। কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। যদিও দুই দলের ছবিটা আলাদা।
  • একদিকে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে প্রবল চাপে রিজওয়ানরা।
  • ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করছেন, পাকিস্তানের কাজটা একেবারেই সহজ নয়।
Advertisement