shono
Advertisement
Sourav Ganguly

শালবনিতে হচ্ছে না ইস্পাত কারখানা, তাহলে? মুখ খুললেন সৌরভ

স্পেন সফরে গিয়ে বাংলায় কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 08:14 PM Jun 02, 2024Updated: 08:52 PM Jun 02, 2024

প্রসূন বিশ্বাস: সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানার জায়গা বদল। শালবনি নয়, কারখানা তৈরি হবে গড়বেতায়। এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস চারেকের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে জানালেন তিনি।

Advertisement

গত বছর সেপ্টেম্বরে শিল্প আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পেন সফরে গিয়েছিলেন। সেই সময় তাঁর সফরসঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই বাংলার বুকে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন মহারাজ। জানিয়েছিলেন, শালবনিতে হবে তাঁর কারখানা। বিপুল কর্মসংস্থান হবে বাংলায়। তার পর পেরিয়েছে বেশ কয়েকমাস। এখনও শালবনিতে কারখানা তৈরির কাজ শুরু হয়নি। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওই কারখানা প্রসঙ্গেই মুখ খুললেন মহারাজ। জানালেন, জমি নিয়ে সমস্যার কারণে শালবনি নয়, তাঁর কারখানা হবে গড়বেতায়। সৌরভ এদিন বলেন, "অনেকেই জানেন না এটা আমার দ্বিতীয় ইস্পাত কারখানা।" সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে বাংলার বুকে কারখানা করতে চান। তাতে খানিকটা অবাক হয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: ভোট মিটতেই খোশ মেজাজে সৌগত রায়, মাতলেন জলকেলিতে]

প্রসঙ্গত, কারখানার কথা ঘোষণার সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন এতে বিপুল কর্মসংস্থান হবে। শালবনির মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু সৌরভের নয়া ঘোষণায় আশায় বুক বাঁধছে গড়বেতা। প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের ২ নভেম্বর জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের শিলান‌্যাস স্বপ্ন দেখিয়েছিল শালবনির মানুষকে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। শিলান‌্যাসের পরই একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল পুরো প্রকল্প। এবারও খানিকটা হতাশ শালবনি। উল্লেখ্য, ভিনরাজ্যে কারখানা রয়েছে সৌরভের। 

[আরও পড়ুন: ছাপিয়ে গেল মার্কিন নির্বাচনকেও, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভোট দেখল ভারত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানার জায়গা বদল।
  • শালবনি নয়, কারখানা তৈরি হবে গড়বেতায়। এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • মাস চারেকের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে জানালেন তিনি।
Advertisement