সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মোবাইল নিয়ে বাবার সঙ্গে অশান্তির জের। অভিমানে চরম সিদ্ধান্ত নিল ঠাকুরপুকুর-মহেশতলার মাঝেরপোল এলাকার তরুণ। বাড়ির আমবাগান থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের মাঝেরপোল এলাকার বাসিন্দা বছর ১৮-এর কৌশিক মণ্ডল। বাড়ির লোককে না জানিয়েই সে তাঁর মোবাইলটি বন্ধক দিয়ে টাকা নিয়েছিল। দিনকয়েক ধরে তরুণের বাবা ছেলের হাতে মোবাইল দেখতে না পেয়ে প্রশ্ন করেন। যেভাবেই হোক মোবাইলটি বাড়িতে আনার নির্দেশ দেন। সেই সময় বাবা শাসনের সুরেই বকাবকি করে ছেলেকে। এর পর শুক্রবার রাতে পরিবারের সকলের সঙ্গেই খাওয়াদাওয়া করে কৌশিক। তার পর ঘুমোতে চলে যায়। কিন্তু সকাল হতে তার আর খোঁজ পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, বহুতলের একাংশ ভেঙে বাসিন্দাকে উদ্ধারে দমকল]
বেলা বাড়লে দেখা যায়, বাড়ির কিছুটা দূরে বাগানের আম গাছে ফাঁস লাগিয়ে ঝুলে আছে কৌশিক। খবর দেওয়া হয় কালিতলা আশুতি থানায়। পুলিশ গিয়ে কৌশিককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাবা-মার একমাত্র ছেলের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কালিতলা আশুতি থানার পুলিশ।