shono
Advertisement

‘ফরাসি বিপ্লব’ ঘটিয়ে এবার ছারপোকার দক্ষিণ কোরিয়া অভিযান

ছারপোকার দল এর আগে ঘুম উড়িয়েছিল ফ্রান্সের।
Posted: 03:21 PM Nov 11, 2023Updated: 03:21 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছারপোকার দল এর আগে ঘুম উড়িয়েছিল ফ্রান্সের। এবার এই রক্তখেকোরা হানা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে সিনেমা হল, রেল স্টেশন সর্বত্র তাদের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সেদেশের নাগরিকরা। এই ছারপোকা বাহিনীকে সমূলে উৎখাত করতে অভিযান শুরু করল সিওল।

Advertisement

[আরও পড়ুন: রোজ গাজায় ৪ ঘণ্টা অভিযান বন্ধ রাখবে ইজরায়েলি ফৌজ, কেন?]

সিএনএন সূত্রে খবর, গত অক্টোবর মাসের শেষ থেকে ছারপোকার (Bed bug) তাণ্ডবের অন্তত ৩০টি ঘটনা সরকারের নজরে এসেছে। কিন্তু এখন এই ক্ষুদ্র জীবদের উৎপাত বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়ে গিয়েছে। সিনেমা হল, ট্রেনের আসন, এমনকী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রাবাস। এই ভয়ানক কীটের আক্রমণে রাতের ঘুম উড়ে গিয়েছে সকলের। যার কারণে দক্ষিণ কোরিয়ার (South Korea) স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৪ সপ্তাহ ধরে ছারপোকা-দমন অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রক্তখেকোদের নিধনযজ্ঞে শুরু হয়েছে পেস্ট কন্ট্রোল। এই কাজের জন্য প্রায় দুকোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের থেকে বলা হয়েছে, গণপরিবহণ ও সিনেমা হল যথাসম্ভব এড়িয়ে চলতে।      

[আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি যক্ষ্মায় আক্রান্ত ভারতীয়রা, নয়া রিপোর্টে দাবি WHO’র

উল্লেখ্য, ছারপোকার বাড়বাড়ন্তে নাজেহাল হতে হয়েছে ফ্রান্স (France) ও ব্রিটেনকে। গত অক্টোবর মাসেই এই পোকাদের উপদ্রবে নাজেহাল হতে হয় ফরাসিদের। ট্রেন-বাস-মেট্রো, এমনকী ফরাসিদের প্রাণাধিক প্রিয় থিয়েটার ও সিনেমাহলেও হানা দেয় রক্তখেকোরা। বন্ধ করে দিতে হয় মার্সেই ও লিওঁ শহরের দুটি স্কুলও। এবার ছারপোকাদের চারণক্ষেত্রের তালিকায় নাম লেখাল দক্ষিণ কোরিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement