shono
Advertisement

ব্যাক্তিগত সম্পর্কের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা শোভনের, ছাড়ছেন মেয়র পদও

আপাতত মেয়রের দায়িত্ব সামলাতে পারেন খলিল আহমেদ৷ The post ব্যাক্তিগত সম্পর্কের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা শোভনের, ছাড়ছেন মেয়র পদও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:21 PM Nov 20, 2018Updated: 02:18 PM Nov 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদত্যাগ করলেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের কারণেই এই পদত্যাগ বলে প্রাথমিক সূত্রের খবর৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরেই নিজের পদত্যাগপত্র নবান্নে মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন তিনি৷ বিকেলের মধ্যে সেই পদত্যাগপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সেই পদত্যাগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে রাজ্যপালের কাছে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার থেকেই দমকল ও আবাসন দপ্তরের দায়িত্ব দেওয়া হল ফিরহাদ হাকিমকে৷

Advertisement

[যেখানে সেখানে থুতু-পানের পিক ফেলা বন্ধে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর]

শোভন চট্টোপাধ্যায়ের এই পদত্যাগে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে মেয়রের পদও ছাড়তে বলা হয়েছে৷  যতদূর শোনা যাচ্ছে, আগামিকাল বুধবারই মেয়রের পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি৷ আপাতত মেয়রের দায়িত্ব সামলাতে পারেন খলিল আহমেদ৷ এমত পরিস্থিতিতে নয়া মেয়র কে হবেন, তাই নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে৷ উঠে আসছে মেয়র পারিষদ দেবাশিষ কুমারের নাম৷ অথবা ১১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউকে জিতিয়ে এনেও মেয়র করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর৷ কারণ এই ওয়ার্ডটির কাউন্সিলরের মৃত্যু হওয়ায় শীঘ্রই এই ওয়ার্ডে নির্বাচন হবে৷

অনেকদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের উপর চটেছিলেন মুখ্যমন্ত্রী৷ যার বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার৷ এদিন শোভন চট্টোপাধ্যায়কে চরম ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মন দিয়ে কাজ করতে বলেন তাঁকে৷ এরপরেই পদত্যাগের চিঠি জমা দেন সদ্য প্রাক্তন এই মন্ত্রী৷

[‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, কিষাণ মোর্চার মিছিল থেকে তোপ দিলীপের]

দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে চরম বিরোধও চলছে তাঁর৷ এই কারণে একাধিকবার দলনেত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ কয়েক মাস আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন শোভন৷ কিন্তু তখন তাঁকে বোঝান মুখ্যমন্ত্রী৷ তবে এরপরেও পরিস্থিতিতে কোনও বদল ঘটেনি৷ যার ফলে মঙ্গলবার তাঁকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়৷

The post ব্যাক্তিগত সম্পর্কের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা শোভনের, ছাড়ছেন মেয়র পদও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement