নব্যেন্দু হাজরা: এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার সময়। অত সকালে কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে পড়ুয়ারা, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অভিভাবকদের। তাদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল পরিবহণ দপ্তর। এবার মাধ্যমিক স্পেশাল বাস চালাবে দপ্তর। সকাল পৌনে ৮টা থেকে মিলবে এই বাস।
এবার এগিয়ে এসেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে সমস্যা না হয়, সে কারণে পরীক্ষার দিনগুলোয় বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শহর কলকাতার মোট ১৫টি রুটে মাধ্যমিক স্পেশ্যাল বাস চালানো হবে। এর মধ্যে কোনও রুটে ২টি আবার কোনও রুটে একটি বাস চলবে। যে সমস্ত রুটে ২টি করে বাস চলবে, সেখানে প্রথম বাসটি মিলবে সকাল পৌনে ৮টায়। পরেরটা ডিপো থেকে ছাড়বে ৮টা ১৫ মিনিটে। আর যে রুটে একটি বাস চলবে, সেখানে ডিপো থেকে বাসটি ছাড়বে সকাল ৮টায়। পরীক্ষা শেষে ফেরার সময় দুপুর সোয়া একটা থেকে পৌনে দুটোর মধ্যে পাওয়া যাবে এই বিশেষ বাস।
[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]
বাসের সামনে বড় করে লেখা থাকবে ‘পরীক্ষা স্পেশ্যাল’। এই বাসগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা চড়তে পারবেন। বাসে জায়গা থাকলে তবেই অভিভাবকদের উঠতে দেওয়া হবে। সমস্যা এড়াতে ডিপোয় দুটি করে নন-এসি বাস দাঁড় করানো থাকবে। শুধু কলকাতা নয়, জেলায়-জেলায়ও থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। মাধ্যমিক চলাকালীন পরিবহণ দপ্তরের কর্মীদের জরুরি প্রয়োজন ছাড়ে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।
কোন কোন রুটে চলবে বিশেষ বাস?
- বালিগঞ্জ স্টেশন-এসপ্ল্যানেড- ২টি বাস
- ঠাকুরপুকুর-শিয়ালদহ-১টি বাস
- কুঁদঘাট-দক্ষিণেশ্বর-১টি বাস
- গড়িয়া-হাওড়া স্টেশন (দেশপ্রিয় পার্ক)-২টি
- সরশুনা-হাওড়া স্টেশন-২টি বাস
- দক্ষিণেশ্বর-এসপ্ল্যানে়ড-১ টি বাস
- ডানলপ-বালিগঞ্জ- ১টি বাস
- চেতলা-পাইকপাড়া-১টি বাস
- কাকুড়গাছি-বেহালা-২টি বাস
- গড়িয়া-হাওড়া-২টি বাস
- যাদবপুর-হাওড়া স্টেশন-১টি বাস
- বারাকপুর-হাওড়া স্টেশন-১টি বাস
- দমদম বিমানবন্দর-এসপ্ল্যানেড-১টি বাস
- নিউটাউন-শিয়ালদহ-২টি বাস