shono
Advertisement
Nabanna

সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ, সরকারি প্রকল্পে নজরদারিতে এবার বিশেষ কমিটি

মনিটারিং ইউনিট কীভাবে কাজ করবে তার জন্য কয়েক দফা গাইডলাইনও দেওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 09:02 PM Jul 17, 2024Updated: 09:02 PM Jul 17, 2024

গৌতম ব্রহ্ম: সময়ে শেষ করতে হবে সরকারি প্রকল্প। এই নিয়ে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় বহুবার সতর্ক করেছেন প্রশাসনিক আধিকারিকদের। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব বি পি গোপালিকাকে। এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের সঠিক রূপায়নে তৈরি করা হল‘প্রজেক্ট মনিটরিং ইউনিট’ বা পিএমইউ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

Advertisement

জানা গিয়েছে, বিভিন্ন দপ্তর থেকে বাছাই করা ডব্লুবিসিএস অফিসারদের নিয়ে এই পিএমইউ তৈরি করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন। কোনও প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধন করে প্রকল্পের অগ্রগতি পরিমাপ করবে প্রশাসনিক কর্মিবর্গ দপ্তরের তৈরি করা এই আট সদস্যের কমিটি। 

[আরও পড়ুন: সোনারপুরে ‘জমি হাঙর’ জামালের তাক লাগানো প্রাসাদ, বাড়িতেই আদালত!]

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটির মূল লক্ষ্য তিনটি। এক, বিভিন্ন সরকারি দপ্তর, জেলা প্রশাসন ও প্রকল্প রূপায়ণকারী এজেন্সির সঙ্গে সমন্বয় করবে পিএমইউ। কোথাও কাজ আটকে গেলে তা দ্রুত সমাধান করবে। করবে কাজের মূল্যায়ণও। দুই, প্রকল্পের ব্যাপারে মানুষের অভিযোগ থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান করবে পিএমইউ। তিন, বিভিন্ন দপ্তর ও এজেন্সির থেকে তথ্য সংগ্রহ করে প্রকল্পকে গতিশীল করার জন্য পর্যালোচনা চালাবে। তার পরই এই নির্দেশ বিভিন্ন দপ্তরকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

এই মনিটারিং ইউনিট কীভাবে কাজ করবে তার জন্য কয়েক দফা গাইডলাইনও দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, সরকারি প্রকল্পে যাতে কোন ফাঁকফোকর না থাকে। উল্লেখ্য, সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সময়ে প্রকল্প শেষ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সময়ে প্রকল্পের কাজ শেষ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশও দেন। তার পরই শুরু হয় পিএমইউ তৈরির প্রক্রিয়া।

[আরও পড়ুন: শুভেন্দুর মন্তব্য খারিজ সুকান্তর, ড্যামেজ কন্ট্রোলে শমীক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সময়ে শেষ করতে হবে সরকারি প্রকল্প।
  • এই নিয়ে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় বহুবার সতর্ক করেছেন প্রশাসনিক আধিকারিকদের।
  • একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব বি পি গোপালিকাকে। 
Advertisement