সুব্রত বিশ্বাস: কম সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছতে এবার শিয়ালদহ ডিভিশনের (Sealdah Divison) সব শাখায় ট্রেনের গতি বাড়াচ্ছে রেল (Train)। এজন্য লাইন থেকে সিগন্যালের উন্নয়নের কাজ দ্রুত শেষ করা হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত পেলেই ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হবে।
এখন যে সব শাখায় ট্রেনের গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা, সেই শাখাগুলিতে ট্রেনের স্পিড হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শিয়ালদহের ডিআরএম এস পি সিং বলেন, “গতি বাড়লে সময় সাশ্রয় যেমন হবে তেমনই ট্রেন চলাচলের মাঝে লাইন ফাঁকা থাকবে। ওই সময় মালগাড়ি চালানো হবে, প্রয়োজনে বাড়ানো হবে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা।” চলতি অর্থবর্ষের কাজের মধ্যে ইতিমধ্যে শেষ করা হয়েছে বারুইপুর—নামখানা, বারুইপুর—লক্ষ্মীকান্তপুর, বারুইপুর—মথুরাপুর, মথুরাপুর—লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর—নামখানা শাখায়। এই শাখায় ট্রেনের গতি বর্তমানে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। গতি বেড়ে হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
[আরও পড়ুন: এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে CBI হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরল বাড়ি]
বনগাঁ শাখার রানাঘাট—বনগাঁ, দমদম—বনগাঁ শাখায় বর্তমানে ট্রেনের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার যা বেড়ে হবে ১০০ কিলোমিটার। রানাঘাট—গেদে শাখার ট্রেনগুলি এখন ৯৫ কিলোমিটার গতিবেগে চলে। তা বেড়ে হবে ১০০ কিলোমিটার। শিয়ালদহ—নৈহাটি শাখায় এখন ট্রেনের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তা বেড়ে হবে ১০০ কিলোমিটার। নৈহাটি—রানাঘাট ও রানাঘাট—কৃষ্ণনগর শাখায় এখন ট্রেনের গতি ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তাও বেড়ে যাবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
শিয়ালদহ ডিভিশনে দৈনিক যাত্রী ২০ লক্ষেরও বেশি। ফলে ট্রেনের চাহিদাও রয়েছে। ট্রেনে ভিড়ও হয় খুব বেশি। এই পরিস্থিতির বদল আনতে শিয়ালদহ ডিভিশনে ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয় বলে কর্তাদের মত। কোভিডে লকডাউনের মতো পরিস্থিতি লাইন ও সিগন্যালের কাজকে ত্বরান্বিত করে। ইতিমধ্যে বারাসত—হাসনাবাদ, বারুইপাড়া—ডায়মন্ডহারবার, কৃষ্ণনগর—লালগোলা, বালিগঞ্জ—কড়েয়া শাখায় ট্রেনের গতি বাড়ানো হয়েছে।
[আরও পড়ুন: জেড প্লাস নিরাপত্তা সত্ত্বেও বারবার কেন দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়? CBI তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা]
সব ক’টি শাখায় এখন ট্রেনের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা চলছিল ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার নিরিখে। ট্রেনের গতি বাড়লে স্বভাবতই কম ব্যবধানে নতুন ট্রেন চালানো সম্ভব। তবে এবার সেপ্টেম্বরে রেলের নতুন টাইম টেবিল প্রকাশিত হবে। সেই টাইম টেবিলে শিয়ালদহ থেকে নতুন তিনটি দূরপাল্লার ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ডিভিশন। যা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রেল বোর্ডর কাছে। প্রস্তাবিত ট্রেনগুলি শিয়ালদহ—দিঘা (সপ্তাহে দু’দিন শনি ও রবিবার), শিয়ালদহ—কামাখ্যা ও শিয়ালদহ—বিশাখাপত্তনম (সাপ্তাহিক)।