সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। প্যারিস অলিম্পিকের (Paris Olympics) বাছাই পর্বের ট্রায়াল থেকেই ছিটকেও গিয়েছেন বজরং পুনিয়া (Bajrang Punia)। তা সত্ত্বেও আগামী মে মাস পর্যন্ত তাঁর আর্থিক সাহায্য অনুমোদন করল ক্রীড়ামন্ত্রক।
মঙ্গলবার ক্রীড়ামন্ত্রক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মিশন অলিম্পিক সেল (MOC) বজরং পুনিয়ার অনুরোধে আর্থিক সাহায্য অনুমোদন করেছে। একই সঙ্গে ২০২৪-এর মে মাসে প্যারিস অলিম্পিকের ফাইনাল ট্রায়াল পর্যন্ত তিনি কন্ডিশনিং এক্সপার্ট কাজি কিরণ মুস্তানা হাসানের সাহায্য পাবেন।” শুধু পুনিয়া নন, অলিম্পিক সেল টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলাকেও বিদেশে ট্রেনিংয়ের জন্য আর্থিক সাহায্য দেবে। সৃজা ২০২২-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শরৎ কমলের সঙ্গে মিক্সড ডবলসে সোনা জিতেছিলেন।
[আরও পড়ুন : রিঙ্কুকে দেখে অনুপ্রাণিত, আরসিবিকে ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি কার্তিকের]
২০২০ টোকিও অলিম্পিক্সে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং। ২০১৮ জাকার্তার এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি। কিন্তু এ বার প্যারিস অলিম্পক্সের বাছাই পর্বের জাতীয় নির্বাচনের ট্রায়ালে রোহিত কুমারের কাছে হেরে যান। সেমিফাইনালে ৯-১ ব্যবধানে পরাজিত হন পুনিয়া। মহিলাদের যৌন হেনস্তার অভিযোগ ওঠা জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন পুনিয়া। যা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। কুস্তির মঞ্চে ফেরাটাও সুখের হয়নি। যাবতীয় সমস্যার মধ্যে অলিম্পিক সেলের পক্ষ থেকে আর্থিক সাহায্যের ঘোষণা নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে পুনিয়াকে।