নিউজিল্যান্ড: ৯৯/৮ (স্যান্টনার ১৯, অর্শদীপ ২/৭, চাহাল ১/৪)
ভারত ১০০/৪ (সূর্যকুমার ২৬, ইশান ১৯, ব্রেসওয়েল ১/১৩)
৬ উইকেটে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত। রুদ্ধশ্বাস লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করল দুই দল। তবে শেষ হাসি ফুটল ভারতের মুখেই। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৯ রান তোলে কিউয়িরা। রান তাড়া করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতও। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)।
সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল ভারত। রাঁচির মাঠে বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে পরাস্ত হয়েছিলেন শুভমন গিল- হার্দিক পান্ডিয়ারা। রবিবারের ম্যাচে তার পালটা দিলেন ভারতীয় স্পিনাররা। চার স্পিনারের আঁটসাট বোলিংয়ের সামনে একেবারে গুটিয়ে গেলেন কিউয়ি ব্যাটাররা। গত ম্যাচের খলনায়ক অর্শদীপ সিংও এদিন দুই উইকেট পেলেন।
[আরও পড়ুন: মহিলাদের ঐতিহাসিক বিশ্বজয়ে দুরন্ত বোলিং, হুগলির তিতাসকে নিয়ে গর্বিত পরিবার]
মরণ বাঁচন ম্যাচে প্রথম একাদশে ফেরেন যুজবেন্দ্র চাহাল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্যান্টনার।কিন্তু প্রথম থেকেই ভারতীয় বোলারদের সামনে অস্বস্তিতে ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। আগের দিন হাফ সেঞ্চুরি করলেও রবিবার মাত্র ১১ রান করে আউট হন ডেভন কনওয়ে। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাঁচিতে ঝোড়ো ইনিংস খেলা ড্যারেল মিচেল। লোয়ার অর্ডারে নেমে খানিকটা দলকে টানার চেষ্টা করেন অধিনায়ক স্যান্টনার। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করলেও সেভাবে রানের গতি বাড়াতে পারেননি। ২০ ওভারের শেষে ৯৯ রানে শেষ করে নিউজিল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে মাভি ছাড়া সকলেই উইকেট পেয়েছেন এদিন। মাত্র ৪ রান দিয়ে এক উইকেট পেয়েছেন চাহাল। কৃপণ বোলিং করে অর্শদীপের পরিসংখ্যান ৭ রান দিয়ে দুই উইকেট। এছাড়াও দীপক হুডা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া-সকলেই উইকেট তুলে নিয়েছেন।
কঠিন পিচে ১০০ রানের টার্গেট তাড়া করা সহজ ছিল না। রবিবার আবারও ব্যর্থ হলেন দুই ওপেনার। ১১ রান করে আউট হন গিল। রান পেলেও দলের ইনিংসকে মজবুত করতে পারেননি ইশান কিষাণ-রাহুল ত্রিপাঠীরা। গত ম্যাচে ভাল ব্যাট করা ওয়াশিংটনকে আগে নামালেও এদিন তিনি ব্যর্থ। রান তোলার চাপের মুখেই উইকেট খোয়ান সকলেই। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন সূর্যকুমার যাদব। তাঁকে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক হার্দিক।