সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রি ইতিমধ্যেই নিশ্চিত। এবার কি আইপিএলের (IPL 2026) আরেকটি ফ্র্যাঞ্চাইজিও বিক্রি হওয়ার পথে? সেটা ফাঁস করেছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, আরসিবি'র পাশাপাশি রাজস্থান রয়্যালসও বিক্রি হতে চলেছে।
এই মূহূর্তে রাজস্থানের মালিকানার বেশির ভাগ অংশ রয়েছে রয়্যালস স্পোর্টস গ্রুপের অধীনে। তাদের হাতে আছে ৬৫ শতাংশ শেয়ার। এছাড়া লালচাঁদ মুরদোচ ও রেড বার্ড ক্যাপিটাল পার্টনারসের হাতেও শেয়ার আছে। সেই নিয়ে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, 'আমি শুনেছি একটি নয়। দু'টি দল বিক্রি হতে চলেছে- আরসিবি ও আরআর। একটা বিষয় পরিষ্কার, আজকের বাজারদরে প্রচুর অর্থ তুলতে চায়। তাই দুটো দল বিক্রীত হতে পারে এবং ৪-৫ জন ক্রেতা রয়েছে। শেষ পর্যন্ত কে কিনতে পারবে? পুনে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু ও আমেরিকার ক্রেতা রয়েছে?'
উল্লেখ্য, আরসিবি'র দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। যাদের মূল ব্যবসা সিনেমা। এর আগে খেলাধুলোয় বিনিয়োগের ইতিহাস নেই। তবে চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফল এই কন্নড় প্রডাকশন হাউজ। কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা এই সংস্থাটি। ৩ হাজার কোটি টাকার মালিক ওই সংস্থাটি অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত। সেই ২০২৩ থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে সংস্থাটি। দুই মালিক বিজয় কিংগাদুড় এবং চালুভে গৌড়ার সংস্থা অবশ্য আরসিবির পুরো মালিকানা কিনছে না। তারা আংশিক মালিক হবে।
