shono
Advertisement

Breaking News

কর্মীদের যৌন হেনস্তা করেছেন AIFF সচিব কুশল দাস, বিস্ফোরক অভিযোগ মিনার্ভা কর্ণধারের

এবার একের পর এক টুইট করে বোমা ফাটালেন তিনি।
Posted: 10:39 PM Apr 25, 2022Updated: 10:39 PM Apr 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা কর্মীদের যৌন হেনস্তা করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস! সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মিনার্ভা পঞ্জাব কর্ণধার রঞ্জিত বাজাজ। যা নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল মহল। তবে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি কুশল দাসের।

Advertisement

ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে এর আগেও সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে রঞ্জিত বাজাজকে। বিভিন্ন ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এবার একের পর এক টুইট করে কার্যত বোমা ফাটালেন তিনি। কুশল দাসকে কাঠগড়ায় তুলে তাঁর পদত্যাগের দাবিও জানিয়েছেন বাজাজ। ঠিক কী কী অভিযোগ তাঁর? অ্যাক্টিং টিডি স্যাভিয়ো মেদেইরাকে অপমান করা, স্বজনপোষণ করার মতো অভিযোগ তোলা হয়েছে। এমনকী একাধিক মহিলা কর্মীকে যৌন হেনস্তার মতো ভয়ংকর অভিযোগেও জড়ানো হয়েছে কুশল দাসের নাম। রীতিমতো হুমকির সুরে বলা হয়েছে, ফেডারেশন সচিব সরে না দাঁড়ালে তাঁর আরও গোপন তথ্য ফাঁস করে দেবেন।

[আরও পড়ুন: নিয়ন্ত্রণে করোনা, আসন্ন সিরিজেই বায়ো-বাবলের বেড়াজাল মুক্ত হতে চলেছে টিম ইন্ডিয়া!]

রঞ্জিত বাজাজের কথায়, তিনি প্রো লাইসেন্স কোচিং কোর্সের জন্য বিনামূল্যে মিনার্ভার পরিকাঠামো ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তবে না পছন্দ নয় ফেডারেশন কর্তাদের একাংশের। যাঁদের মধ্যে রয়েছেন কুশল দাসও। পরোক্ষে বাজাজের অভিযোগ করেন, ফেডারেশন চায় না ভারতীয় কোচেরা আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলির মাথায় বসুন। সেই কারণেই বিরোধিতা করছেন। অথচ বিদেশে গিয়ে প্রো-কোর্স করার খরচ লক্ষ লক্ষ টাকা। তাতেও কোনও হেলদোল নেই ফেডারেশনের। আর সেই কারণেই কুশল দাসের পদত্যাগ চাইছেন রঞ্জিত বাজাজ।

তবে বাজাজের কোনও অভিযোগে ভীত নন কুশল দাস। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাছাড়া মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার স্পেশ্যাল মহিলা সেল রয়েছে। সেখানে গত ১০ বছরে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। এসব অভিযোগে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি সচিবের।

[আরও পড়ুন: আউট করে পোলার্ডকে চুমু খাওয়া মেনে নেওয়া যায় না, তীব্র সমালোচনার মুখে ক্রুণাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement