সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান নয়, যেন আকাশে উড়ন্ত প্রাসাদ! মেসির প্রাইভেট জেটকে এভাবেই বর্ণনা করা যায়। শনিবার ভোররাতে ২.২৬ মিনিটে প্রাইভেট জেটে শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। ডিসেম্বরের ঠান্ডায় হাজার হাজার মানুষ মধ্যরাত পার করেও অপেক্ষা করছিলেন আর্জেন্টাইন মহাতারকার জন্য। তাঁদের নজরে ছিল মেসির 'বাহন'ও। এককথায় যাকে বলা চলে বিলাসবহুল। সেই বাহন নিয়েও চর্চা তুঙ্গে।
মেসির প্রাইভেট জেটের নাম 'গালফস্ট্রিম ভি'। বিশেষজ্ঞদের কাছে যা প্রাইভেট জেট প্রযুক্তির বিস্ময়। এক আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, "গালফস্ট্রিম ভি (জিভি) অতি-বিলাসবহুল জেট। এর রেঞ্জ প্রায় ৬,৫০০ নটিক্যাল মাইল। নিউ ইয়র্ক থেকে টোকিও কিংবা লন্ডন সিঙ্গাপুর পর্যন্ত অবিরাম উড়তে পারে এই বিমান।
জিভি ৫১,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে অনায়াসেই। খারাপ আবহাওয়াতেও বিশেষ অসুবিধার মধ্যে পড়ে না জেটবিমানটি। আকাশপথে ট্র্যাফিকও এড়িয়ে চলতে পারে। এর গতি ঘণ্টায় ৫৫০ মাইলেরও বেশি। জেটটির কেবিনের দৈর্ঘ্যই প্রায় ৯৬.৪২ ফুট। যা অন্যান্য বিমানের চেয়ে অনেক বেশি চওড়া। মোট ১৮ জন যাত্রী এই বিমানে আরামদায়ক যাত্রা করতে পারেন।
বিমানটির অঙ্গসজ্জাও অনবদ্য। এর আরামকেদারা দেখতেও অসাধারণ। সেখানে রয়েছে গদি। শোয়ার বন্দোবস্ত, টিভি সবই রয়েছে। এর সিঁড়িতে রয়েছে মেসি-সহ তাঁর স্ত্রী সন্তানদের নাম খোদাই করা। এই অত্যাধুনিক জেটের দাম বাজারদর অনুযায়ী ৯০ লক্ষ থেকে ১ কোটি ৪০ লক্ষ ডলার। আর নতুন মডেলের দাম আরও বেশি। প্রায় ৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় কয়েকশো কোটি টাকার সমান। এখানেই ক্ষান্তি নয়। প্রাইভেট জেটের সঙ্গে যুক্ত সদস্যদের বেতন প্রায় ২০ থেকে ৪০ লক্ষ ডলার।
প্রসঙ্গত, কেবল মেসি নন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও অতি-বিলাসী জেট রয়েছে। গালফস্ট্রিম জি৬৫০। আল্ট্রা-লং-রেঞ্জ ফিচারের জন্য বিখ্যাত এই জেট। এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬২৫ কোটি টাকা। ব্রাজিলীয় তারকারও রয়েছে প্রাইভেট জেট।
