সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতকে (India) প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh), রমিতা (Ramita) এবং আশি চৌকসি (Ashi Chowksi)। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেল ভারতের মহিলা শুটিং দল। শুটিংয়ের হাত ধরে এল প্রথম পদক। কয়েকটা টিম ইভেন্ট আগে শুরু হয়ে গেলেও শনিবারই চলতি এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। সেক্ষেত্রে রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এশিয়াডের প্রথম দিন। দিনের শুরুতেই ভালো খবর। স্বভাবতই মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা নিমাই ঘোষ ও মা মিতালি ঘোষ।
মেহুলি রূপো জেতার পরেই তাঁর মা বলেছেন, “আমি তো সেই ভোরবেলা থেকে মেহুলির ম্যাচ দেখার জন্য বসেছিলাম। জানতাম ও ভালো পারফরম্যান্স করবে। সেই আশা পূর্ণ করল।” মেহুলি এখন আর বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন না। বরং জাতীয় গেমসে তিনি হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। প্রায় দুই বছর মেয়ে শ্রীরামপুরের বাড়িতে ফেরেননি। তাই মেয়ের অপেক্ষায় বসে আছে তাঁর মা।
[আরও পড়ুন: এশিয়ান গেমস: শুরুতেই পদক মেহুলির, বাংলাদেশকে হারিয়ে ক্রিকেটের ফাইনালে মহিলা দল]
মিতালি ঘোষ যোগ করলেন, “কয়েক মাস আগে ওর সঙ্গে দেখা করার জন্য হায়দরাবাদে গিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল ঘরে পা রাখেনি। এবার ঘরে এলে ওকে বেশ কিছু প্রিয় পদ রান্না করে খাওয়াব।”
মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন ভারতীয়েরা। দলে বাংলার মেহুলি ছাড়াও ছিলেন রমিতা জিন্দল এবং আশি চৌকশে। এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬। দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাদের পয়েন্ট ১৮৮০। এশিয়ান গেমসে পদক জয়ের জন্য মেহুল-সহ ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানালেন তাঁর বাবা নিমাই ঘোষ।
তিনি বলেছেন, “মেয়ে বলে ওর গলা ফাটাচ্ছি না। মেহুলি আমাদের প্রত্যাশা পূরণ করেছে। পিছিয়ে থেকেও ফিরে এসে পদক জয় কিন্তু মুখের কথা নয়।”
[আরও পড়ুন: এশিয়ান গেমসের শুরুতেই দাপট, ১৬ গোলে বিপক্ষকে উড়িয়ে দিল ভারতীয় হকি দল]
দলগত ইভেন্টের পর ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন রমিতা। তবে এই ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির। তিনি শেষ করেছেন চতুর্থ স্থানে। তবুও তাঁকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ মহিলা শুটারকে তিনি টুইটারে অভিনন্দন জানিয়েছেন।