shono
Advertisement

BAN vs NZ: বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘূর্ণি পিচে তাইজুলের দাপট, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের

দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ।
Posted: 03:45 PM Dec 02, 2023Updated: 03:45 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) ভরাডুবি এখন অতীত। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ঘরের মাঠের ঘূর্ণি পিচে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh)। ১৫০ রানে টেস্ট জয়ের মূল কারিগর তাইজুল ইসলাম (Taijul Islam) ও অধিনায়ক নজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। গত ১৮টি টেস্টে এই নিয়ে দ্বিতীয় জয় পেল টাইগার্সরা। এর আগে ২০২২ সালে কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল বাংলাদেশ। তবে হোম গ্রাউন্ডে এটা হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

Advertisement

এই জয়ের সৌজন্যে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবোয়ের পর কোনও বিপক্ষের বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় পেল টাইগার্সরা। মাশরাফি মুর্তাজা, শাকিব আল হাসান ও লিটন দাসের পর অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে জয়ের স্বাদ পেলেন নজমুল হোসেন শান্ত। এদিকে প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭৫ রানে ৬ স্পিন ম্যাজিক দেখালেন তাইজুল। ফলে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হয়েছেন তাইজুল। এর আগে ২০১৩ সালে সোহাগ গাজী ১৫৬ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। ২০২২ সালে এবাদত হোসেন ১২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে এবার বাকিদের টপকে গেলেন এই বাঁহাতি স্পিনার।

[আরও পড়ুন: আইপিএলে ২ কোটি টাকা বেস প্রাইস বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের! রাচীনের দর কত?]

টেস্ট জয়ের পর বাংলাদেশ। ছবি: টুইটার

শিলেটে আয়োজিত প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৮৬, অধিনায়ক নজমুল ও মমিনুল হকের ৩৭ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান তোলে টাইগার্সরা। গ্লেন ফিলিপ্স নেন ৫৩ রানে ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৩১৭ রানে গুটিয়ে যায় কিউইদের প্রথম ইনিংস। কেন উইলিয়ামসন ১০৪ রান করলেও, তাইজুল (৪/১০৯) ও মমিনুলের (৩/৪) দাপট দেখান।

মাত্র ৭ রানে লিড পায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে একেবারেই সুবিধা করতে কিউইরা। অধিনায়ক নজমুল করেন ১০৫ রান। এর পর মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিম ৬০ রান করেন। ৫০ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। ফলে ৩৩৮ রান তুলে, বিপক্ষকে ৩৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ঘূর্ণি পিচে চতুর্থ দিন ১১৩ রানে হারায় ৭ উইকেট হারায় কিউইরা। ফলে তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশের টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। ড্যারিল মিচেল (৫৮) ও অধিনায়ক টিম সাউদি (৩৪) লড়াই করলেও, হার বাঁচাতে পারেননি। তাইজুল ও নাইম হাসানের স্পিন ম্যাজিকে মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তাইজুল ৭৫ রানে ৬ ও নঈম হাসান ৪০ রানে ২ উইকেট নেন। আগামী ৬ ডিসেম্বর থেকে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

[আরও পড়ুন: ‘এক ঢিলে দুই পাখি’, অজিদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে পাকিস্তানের কোন রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement