সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্লোস ভালদেরামাকে (Carlos Valderrama) চেনেন না, এমন লোক খুব কমই পাওয়া যাবে? ঝাঁকরা চুলের কলম্বিয়া ফুটবলারকে কে ভুলে গিয়েছে? বিশ্বকাপের কারণে ভালদেরামা এখন কাতারে। দেশ খেলছে না বিশ্বকাপে। যোগত্য অর্জন করতে পারেনি কলম্বিয়া। আর ভালদেরামা উদাত্ত আর্জেন্টিনা সমর্থক হয়ে গিয়েছেন চলতি বিশ্বকাপে। নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে মহাগুরুত্বপূ্র্ণ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নামার আগে আর্জেন্টিনার কাগজে এক সাক্ষাৎকারে ভালদেরামা যা বললেন…
বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশ ভাল খেলেছে আর্জেন্টিনা। এবার শেষ চারে ওঠার লড়াই। কী ভাবে দেখছেন?
প্রথমে বিশ্বকাপ নিয়ে বলি যে, দারুণ একটা বিশ্বকাপ দেখতে পাচ্ছি আমরা। গ্রুপ পর্ব পেরিয়ে বিজনেস এন্ডে ঢুকে পড়েছে টুর্নামেন্ট। শেষ আটের লড়াই শুরু হয়ে যাবে শুক্রবার থেকে। আর আর্জেন্টিনাকে(Argentina) দারুণ দেখাচ্ছে। প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছিল টিমটা। কিন্তু তার পর সামলে নিয়েছে।
[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেই রোহিত-সহ তিন তারকা! ওয়ানডে দলে ঢুকলেন কুলদীপ যাদব]
আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ফেভারিট, আপনি বিশ্বাস করেন?
করি। আমি দোহায় আসার পর থেকে আর্জেন্টিনা সমর্থক হয়ে গিয়েছি। ওরাই আমার ফেভারিট। আমি সেটা বলেওছি আগে।
লিওনেল মেসিকে কী ভাবে দেখছেন?
সুপার। দুর্ধর্ষ খেলছে ও। মেসিকে দেখে মনে হচ্ছে, পূর্ণ ছন্দে রয়েছে।
আর্জেন্টিনার বাকি ফুটবলারদের খেলা আপনার কেমন লাগছে?
ভাল। ডি’মারিয়াকে দারুণ লাগছে। ওকে আমার বরাবরই ভাল লাগে। এনজোও কিন্তু শিরোনাম ছিনিয়ে নিচ্ছে।
আপনার কি মনে হয়. আর্জেন্টিনা ফাইনাল যেতে পারবে?
মনে তো হয়। প্রথম ম্যাচের পর প্রভূত উন্নতি করেছে আর্জেন্টিনা। খেলাও অনেক বেটার হয়েছে। আর মেসি তো নিজের সেরা ছন্দে রয়েছে। সেটা বিরাট প্লাস টিমের পক্ষে। দেখুন, সব টিমই চায়, তার সেরা প্লেয়ার বড় টুর্নামেন্টে নিজের ফর্মে থাকুক। আর্জেন্টিনাও তাই সেরা ফর্মের মেসিকে পেয়ে লাভবান হচ্ছে।
আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা বার্তা দিন।
এটাই বলব যে, আপনারা টিমটার উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, সৌদির কাছে প্রথম ম্যাচে ঝটকা খেয়ে কোনও টিমের পক্ষেই ফিরে আসা সহজ হত না। কিন্তু আর্জেন্টিনা সেটা করে দেখিয়েছে। তার পরেও সব ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। টিমটা এখনও আছে বিশ্বকাপে– সমর্থনের জন্য এর চেয়ে বেশি মোটিভেশন আর কী হতে পারে?