সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা হবে খেলার মতো। তবে খেলাশেষে কোনও আতশবাজির রোশনাই দেখা যাবে না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ের ম্যাচের ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফ জানিয়ে দিল বিসিসিআই।
ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) মতো বিরাট টুর্নামেন্ট আয়োজনের গুরু দায়িত্ব পেয়েছে ভারত। দেশের মাটিতেই এবার এক কাপের জন্য লড়ছে দশটি দল। আয়োজনে কোনও ঘাটতি রাখেনি ক্রিকেট সংস্থাগুলি। স্টেডিয়াম সাজিয়ে তোলা থেকে লেজার শো, আতশবাজি- পরিবেশ রঙিন করে তোলাই উদ্দেশ্য। কিন্তু এর পর দিল্লি এবং মুম্বইয়ে যে ম্যাচগুলি রয়েছে, সেই ম্যাচের শেষে আর আতশবাজির ব্যবহার হবে না বলেই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই কেন এমন সিদ্ধান্ত?
[আরও পড়ুন: ভাঙল শচীন ও সারার ১৯ বছরের দাম্পত্য, মনোনয়নেই জানালেন কংগ্রেস নেতা]
আসলে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ জানাচ্ছেন, এই দুই শহরে বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ। এই নিয়ে টানা পঞ্চমদিন রাজধানীর এয়ার কোয়ালিটি ‘ভেরি পুওর’ বা অত্যন্ত খারাপ শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। যে কারণে শহরের ভিতর ডিজেল চালিত বাস চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুম্বইয়ের হালও বেহাল। তারা আপাতত ‘মোডারেট’ শ্রেণিভুক্ত। আর তাই এই দুই শহরে আতশবাজি ব্যবহার করে আর বায়ুদূষণ ছড়াতে নারাজ বোর্ড।
জয় শাহর কথায়, “পরিবেশ নিয়ে সতর্ক বিসিসিআই। আমরা বিষয়টা আইসিসিকে জানিয়েছি যে বায়ুদূষণের কারণে মুম্বই ও দিল্লিতে আতশবাজির ব্যবহার সম্ভব নয়।” অর্থাৎ বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের শেষে আর আকাশে আতশবাজির খেলা দেখা যাবে না। তবে অন্য যে সব শহরে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে, সেখানে আতশবাজির রোশনাইয়ে রঙিন হবে আকাশ।