পুরো টিম ফিরতেই স্বমহিমায় অস্ট্রেলিয়া, ভারতের বিরুদ্ধে বিশাল রান অজিদের

05:24 PM Sep 27, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ আগেই  জিতে নিয়েছিল ভারত। তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল নিয়মরক্ষার। সম্মানরক্ষার ম্যাচ অস্ট্রেলিয়ার। সেই ওয়ানডে-তে অস্ট্রেলিয়া পাহাড় প্রমাণ রান করল।  নির্ধারিত ৫০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান সাত উইকেটে ৩৫২। অবশ্য একসময়ে যে গতিতে অস্ট্রেলিয়া এগোচ্ছিল, তাতে আরও বেশি রান করলেও অবাক হওয়ার কিছু ছিল না।  ভারতের রান তাড়া দেখার অপেক্ষায় সবাই। 

Advertisement

তৃতীয় ওয়ানডেতে অজিদের প্রথম একাদশে পরিবর্তন আনা হয়। বুধবার টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মিচেল মার্শ দ্বিতীয় ওয়ানডে-তে খেলেননি। তৃতীয় ওয়ানডেতে দুরন্ত ব্যাটিং করেন মার্শ। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি  হাতছাড়া করেন তিনি। শেষ পর্যন্ত ৯৬ রানে তাঁকে ফেরান কুলদীপ যাদব। 

[আরও পড়ুন: আইএসএলে আজ মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু, টানা ম্যাচের ক্লান্তিকেও ভয় পাচ্ছেন না ফেরান্দো]

অজিদের ইনিংসের প্রথম চার ব্যাটার ভাল রান পান। আর তার জন্যই অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে বিশাল রান তুলতে সক্ষম হয়। ডেভিড ওয়ার্নার (৫৬), মার্শ (৯৬), স্টিভেন স্মিথ (৭৪) ও লাবুশেন (৭২) রান পেলেও বাকিরা রান পাননি। ৮ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটে ভারত অভিযান শুরু করছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই কারণেই নিয়মরক্ষার ম্যাচ হলেও তাকে হালকা ভাবে নিচ্ছে না  অজিরা। 

ভারতের বোলারদের মধ্যে জশপ্রীত বুমরাহ তিনটি উইকেট নেন। ১০ ওভার হাত ঘুরিয়ে ৮১ রান দিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলকে দুরন্ত ইয়র্কারে বোল্ড করেন বুমরাহ। কুলদীপ যাদব ২টি উইকেট নেন। 

[আরও পড়ুন: ICC World Cup 2023: তামিম ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’ অব্যাহত, এবার পদ ছাড়লেন ক্রিকেটারের দাদা]

 

Advertisement
Next