shono
Advertisement

ব্যাট ছেড়ে র‌্যাকেট হাতে উইম্বলডনে ধোনি-জাদেজা, ব্যাপারটা কী?

শুরু হয়ে গিয়েছে এবারের উইম্বলডন প্রতিযোগিতা।
Posted: 07:53 PM Jul 07, 2023Updated: 07:53 PM Jul 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডনে অ্যান্ডি মারে ও রায়ান পেনিস্টনের ম্যাচ দেখতে গিয়েছিলেন রজার ফেডেরার (Roger Federer)। উইম্বলডনের তরফ থেকে সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘থালাইভা’।

Advertisement

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ডাক নাম থালাইভা। উইম্বলডনের এহেন পোস্টের সটান জবাব দিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)।

 

অভিনব উপায়ে উইম্বলডনকে জবাব দিয়েছে সিএসকে। চেন্নাইয়ের চার তারকার ছবি ফোটোশপ করা হয়েছে। তাতে ফেডেরার বানানো হয়েছে ধোনিকে। রাফায়েল নাদালের আদলে রবীন্দ্র জাদেজা। শিবম দুবেকে করা হয়েছে নোভাক জোকোভিচ এবং পাথিরানাকে ফোটোশপ করে বানানো হয়েছে কার্লোস আলকারাজ। এই চার তারকার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”র‌্যাকেট হাতে এই চার সিংহ যদি উইম্বলডনে নেমে পড়ত, তাহলে কী হত?”

 

মারে ও পেনিস্টনের ম্যাচ দেখতে গিয়ে ফেডেরারকে দারুণ করতালিতে বরণ করে নেওয়া হয়। মারেকেই সমর্থন করছিলেন ফেডেরার। মারে ম্যাচটা জেতেন। স্ত্রীকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন ফেডেরার। রয়্যাল বক্সে ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে বসে খেলা দেখছিলেন সস্ত্রীক ফেডেরার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement