ইংল্যান্ড: ১ (৫)
সুইজারল্যান্ড: ১ (৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়েও হারের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে। এবার কোনওমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে টাইব্রেকারে গিয়ে সুইসবাহিনীকে পরাস্ত করল ইংরেজরা। কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইউরোর লড়াইয়ে আশায় বুক বাঁধছে রাজার দেশ। অন্যদিকে, অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তুখোড় ফুটবল খেলেও সেমির টিকিট হাত ছাড়া হল সুইজারল্যান্ডের।
টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি ইংল্যান্ডের। তরুণ তারকা খচিত ইংরেজ দল বিপুল প্রত্যাশা নিয়ে জার্মানির মাটিতে পা রাখলেও ইউরোতে সেই মানের ফুটবল উপহার দিতে পারেনি ইংল্যান্ড। এর নেপথ্যে অনেকেই কোচ গ্যারেথ সাউথগেটের নখদন্তহীন কৌশলকেই দায়ী করেছেন। তবে ধাক্কা খেতে খেতে হলেও এ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এবার সেমির টিকিটও কেটে ফেললেন তারা।
[আরও পড়ুন: ‘রোবট কফি এনে দেয়, পেনাল্টি বিচার করতে পারে না?’, বিতর্কিত হ্যান্ডবলে ক্ষুব্ধ জার্মান কোচ]
এদিনের ম্যাচে প্রথম সুযোগ পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয় ২২ মিনিট পর্যন্ত। কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েও হেডে বল বাইরে মারেন হ্যারি কেইন। এর পর ধিমে তালে চলতে থাকে ম্যাচ। ৫২ শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও সেভাবে বিপজ্জনক আক্রমণ দেখা যায়নি ইংল্যান্ডের তরফে। এই পরিস্থিতিতে ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এনদোয়ের ক্রস থেকে ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ে গোল দেন এমবোলো। এমবোলোর গোলে সুইসরা কার্যত ধরেই নিয়েছিল সেমির টিকিট পেয়ে গিয়েছে তারা। কিন্তু ৮১ মিনিটে ইংলিশ তারকা বুকায়ো সাকার দুর্দান্ত দূরপাল্লার শটে ম্যাচের সমতায় ফেরায়।
এর পর নির্ধারিত ৯০ মিনিট ও বাড়তি সময় ৩০ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতায় থাকে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের শুরুতেই কোল পালমার শট নিয়ে গোল করেন। এর পর সুইসদের হয়ে ম্যানুয়েল আকাঞ্জি গোল মিস করেন। ১-০ তে এগিয়ে যায় ইংলিশরা। এই মিসেই টুর্নামেন্টের বাইরে চলে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয় শটে গোল করেন জুড বেলিংহ্যাম। সুইসদের হয়ে ফাবিয়েন শার দ্বিতীয় শটে গোল করে। তৃতীয় শট নেন ইংলিশ তারকা সাকা। সুইসদের শাকিরির গোলে ব্যবধান দাঁড়ায় ২-৩। চতুর্থ শটে ইংরেজদের আইভান টনি ও সুইজারল্যান্ডের আন্তনি দুজনেই গোল করেন ব্যবধান দাঁড়ায় ৪-৩। ইংল্যান্ডের হয়ে শেষ শট নেন আলেকজান্ডার আর্নল্ড এবং ৫-৩ ব্যবধানে জয় পায় ইংরেজরা।
এদিকে কোয়াটার ফাইনালে সুইজারল্যান্ডকে বধ করে আপাতত ইংল্যান্ডের লক্ষ্য সেমি। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে চলেছে নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচের জয়ীরা। ইউরোর গত মরশুমে রানার্স-আপ হিসেবে শেষ করেছিল ইংল্যান্ড। এবছর আর একধাপ এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গুটিগুটি পায়ে এগিয়ে চলেছে গ্যারেথ সাউথগেটের দল।