‘নেতৃত্ব বদলাতে পারবে না ওকে’, এমবাপের প্রশংসায় ফরাসি কোচ দেশঁ

03:51 PM Mar 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের অধিনায়ক তিনি। হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের পরে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। আর শুরুতেই নেদারল্যান্ডস চ্যালেঞ্জের সামনে পড়েছিল এমবাপের ফ্রান্স (France)। সেই ম্যাচে ফরাসি শিবির ৪-০ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডসকে (Netherlands)। অধিনায়ক এমবাপে দু’টি গোল করেন।

Advertisement

ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের দাপট ছিল। খেলার ২ মিনিটেই আঁতোয়া গ্রিজম্যান গোল করে এগিয়ে দেন। ৮ মিনিটে উপামেকানো ব্যবধান বাড়ান। এর পরে এমবাপে ম্যাজিক। ২১ মিনিটে এমবাপে গোল করে ফ্রান্সকে ৩-০ গোলে এগিয়ে দেন। ৮৮ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করেন। 

[আরও পড়ুন: সূর্যকুমারের ব্যর্থতার জন্য কানেরিয়ার নিশানায় টিম ইন্ডিয়া, ছাড়লেন না রোহিতকেও]

 

খেলার শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, ”অধিনায়কের আর্মব্যান্ড এমবাপেকে কখনওই বদলাতে পারবে না। ও সব কিছুর সঙ্গে মিশে যাচ্ছে, উপভোগ করছে প্রতিটি মুহূর্ত। সতীর্থরা যেরকম পরিশ্রম করছে এমবাপেও একই রকম চেষ্টা করছে।”

Advertising
Advertising

অধিনায়ক হলেও নিজেকে নিংড়ে দিচ্ছেন এমবাপে। কোচ দেশঁ বলছেন, ”জেতার লক্ষ্য নিয়ে আগেও মাঠে নামত এমবাপে, অধিনায়ক হওয়ার পরেও একই ভাবে মাঠে নামছে এমবাপে। ভাল খেলাই ওর প্রধান উদ্দেশ্য।”

বিশ্বকাপ ফাইনাল ছিল বারুদে ঠাসা। আর্জেন্টিনা প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ফ্রান্স ফিরে আসে ম্যাচে। ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে দেখা যায় হতাশ এমবাপেকে সান্ত্বনা দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিশ্বকাপের পরে ছবিটা বদলেছে। এবার ইউরো কাপকেই পাখির চোখ করছে ইউরোপের দেশগুলি।

এমবাপেরা ভক্তদের হতাশ না করার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল ইউরোর যোগ্যতা অর্জনকারী পর্ব। ডাচদের হারানোর পরে অধিনায়ক এমবাপে বলেন, ”গোটা সপ্তাহ জুড়ে আমরা নিজেদের তৈরি করেছিলাম। আমরা ভক্তদের হতাশ করতে চাইনি। বিশ্বকাপের মতো পারফরম্যান্স তুলে ধরাই আমাদের লক্ষ্য। এটাই প্রথম পদক্ষেপ ছিল। গ্রুপে আরও ম্যাচ বাকি রয়েছে।” আগামী ম্যাচগুলোতেও আগুনে পারফরম্যান্স তুলে ধরবে এমবাপের ফ্রান্স, এমনটাই স্বপ্ন ভক্তদের। 

[আরও পড়ুন: রোনাল্ডোর গোল উদযাপন নকল করতে গিয়ে হাসপাতালে অনূর্ধ্ব ১৭ ফুটবলার, রইল ভিডিও]

Advertisement
Next