shono
Advertisement

Breaking News

সুপার সিক্সে জয়ের হ্যাটট্রিক, লিগ জয়ের দৌড়ে এগিয়ে গেল মহামেডান স্পোর্টিং

সুপার সিক্সের অপর ম্যাচে জিতল ডায়মন্ড হারবার।
Posted: 05:16 PM Sep 23, 2023Updated: 07:27 PM Sep 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে টানা তিন ম্যাচে জয় পেল মহামেডান স্পোর্টিং। জয়ের এই হ্যাটট্রিকের ফলে সাদা-কালো শিবির অনেকটাই এগিয়ে গেল লিগে। শনিবার মহামেডান স্পোর্টিং ২-১ গোলে হারাল ভবানীপুরকে।
এদিন ১৭ মিনিটে ডেভিড গোল করে এগিয়ে দিয়েছিলেন মহামেডান স্পোর্টিংকে। সাদা-কালো শিবির অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। জীতেন মুর্মু সমতা ফেরান ভবানীপুরের হয়ে। খেলার বয়স তখন ৩২ মিনিট।

Advertisement

[আরও পড়ুন: শুভমান-রুতুরাজের পর রাহুল-সূর্যর দাপট, অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া]

বিরতির পরে সাদা-কালো শিবির ফের গোল করে এগিয়ে যায়। এযাত্রাতেও গোলটি করেন ডেভিড। কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ৬৩ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড ব্যবধান বাড়ান মহামেডান স্পোর্টিংয়ের হয়ে। এর পরে আর সমতা ফেরাতে পারেনি ভবানীপুর। এদিন সুপার সিক্সে প্রথম ম্যাচ ছিল ভবানীপুর ক্লাবের। আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল দারুণ ছন্দে থাকা চেরনিশভের ছেলেরা। 

এদিকে সুপার সিক্সের অপর ম্যাচে ডায়মন্ড হারবার ৩-০ গোলে হারাল খিদিরপুরকে। ডায়মন্ড হারবারের রাহুল পাসোয়ান হ্যাটট্রিক করেন।

[আরও পড়ুন: সোমবার হোম ম্যাচ ইস্টবেঙ্গলের, সমর্থকদের কথা চিন্তা করে পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement