সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের তৃতীয় ঢেউয়ের বড়সড় ধাক্কা রাজ্যে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার করোনা পজিটিভ (Coronavirus) আরেক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। সূত্রের খবর, সোমবার রাতেই লক্ষ্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ থাকায় বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা। লক্ষ্মীরতন শুক্লার পাশাপাশি কোভিড পজিটিভ সিএবি (CAB) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
করোনার তৃতীয় ঢেউ, ওমিক্রনের থাবা ক্রমশই চওড়া হচ্ছে। ২০২১-এর শেষ থেকেই একাধিক বিশিষ্ট ব্যক্তি কাবু হয়ে পড়েছেন করোনার দাপটে। ক্রিসমাসের পরই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) শরীরে থাবা বসিয়েছিল করোনার ডেল্টা প্লাস স্ট্রেন। দিন তিনেক তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে এদিনই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
[আরও পড়ুন: কোভিডবিধি না মানার ‘শাস্তি’, মোটা অঙ্কের জরিমানা হল মহামেডান স্পোর্টিংয়ের ৭ ফুটবলারের]
২০২০ সালের জুলাই মাসে লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোভিডের কোপ পড়েছিল। সেবার আক্রান্ত হয়েছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। তাঁর রিপোর্ট পজিটিভ হওয়ার পরই গোটা পরিবার হোম কোয়ারেন্টাইনে (Quarantine) চলে যায়। পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। সেবার নেগেটিভ রিপোর্ট ছিল লক্ষ্মীরতনের।
[আরও পড়ুন: রনজি ট্রফির আগে করোনার থাবা বঙ্গ ক্রিকেটে! ক্রিকেটার, স্টাফ-সহ আক্রান্ত ৭]
তবে ২০২২ সালের গোড়াতে লক্ষ্মীরতন শুক্লা নিজেই মহামারীর কবলে পড়লেন। জানা গিয়েছে, ক’দিন ধরেই তাঁর জ্বর ছিল। তাই করোনা পরীক্ষা করান। তাতেই ধরা পড়ে, তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। এরপরই নিজেকে নিভৃতাবাসে সরিয়ে নেন লক্ষ্মী। তবে এই মুহূর্তে লক্ষ্মীরতনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে চিকিৎসকদের মত। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। সমস্ত কাজ তিনি পিছিয়ে দিয়েছেন বলে খবর।