সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাঁচবার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। তাঁর আমলেই সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে তাঁকে। এবার মেন্টরের ভূমিকায়। আসন্ন আইপিএলে গম্ভীর যে কলকাতা নাইট রাইডার্স শিবিরের মেন্টর হিসেবে কাজ করবেন, সেই খবর পুরনো। কিন্তু কেন আবার ফিরে এলেন কেকেআর শিবিরে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সম্প্রতি।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরলেন কেন গম্ভীর? ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের প্রাক্তন তারকাকে এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে গম্ভীর বলেন, ”এটা তো হওয়ারই ছিল। শাহরুখ খান একটা পরিবার এবং কেকেআর আমার কাছে আবেগ। অত্যন্ত উত্তেজিত।”
ভালো জায়গায় থেকেও বক্সিং ডে টেস্টে হার, অজিদের বিরুদ্ধে এক টেস্ট বাকি থাকতে সিরিজ খোয়াল পাকিস্তান
গৌতম গম্ভীরের সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ গভীর। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে গম্ভীর বলেন, ”২০১৪ সালে আবু ধাবির ঘটনা। টানা তিন ম্যাচে আমি শূন্য রান করেছি। চতুর্থ ম্যাচে আমি এক রান করি। ম্যাচ হেরে রিৎজ কার্লটনে ফেরার পরে দেখি শাহরুখ খান নবিতে দাঁড়িয়ে। আমাকে অন্যত্র নিয়ে গিয়ে শাহরুখ জিজ্ঞাসা করেন, ”কোথায় সমস্যা হচ্ছে?” আমি বলেছিলাম, ”ভাবছি কয়েকটা ম্যাচ বসি।”
গম্ভীরের কথা শুনে শাহরুখ বলেন, ”তুমি যতদিন আছ, প্রতিশ্রুতি দাও নিজেকে বসাবে না।” কিং খান গম্ভীরের কাছে অনুরোধ করেন, সবকটি ম্যাচই যেন তিনি খেলেন। সেবার টানা দু-তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন গম্ভীর। ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গম্ভীর বলেন, ”সাত বছরের নেতৃত্বে ওই একবারই শাহরুখ খানের সঙ্গে আমার ক্রিকেট নিয়ে কথাবার্তা হয়েছিল।”