shono
Advertisement

ICC ODI World Cup 2023: ভারতের বিরুদ্ধে রানের খরা মিটবে? বুমরাহ-কুলদীপকে সামলাতে পারবেন বাবর?

'বাবরনামা' লেখার অপেক্ষায় পাক অধিনায়ক।
Posted: 07:15 PM Oct 13, 2023Updated: 07:17 PM Oct 13, 2023

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আহমেদাবাদ: তিনি ‘ফ্যাব ফাইভ’-এর মধ্যে অন্যতম। বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিয়ামসন (Kane Williamson), জো রুট (Joe Root), স্টিভ স্মিথদের (Steve Smith) সঙ্গে এক আসনে জায়গা পেয়েছেন বাবর আজম (Babar Azam)। বাকি চার মহাতারকা চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ফর্মে আছেন। কিন্তু পাকিস্তানের (Pakistan) অধিনায়কের ব্যাটে রান কোথায়! নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে ১৮ বলে করেছিলেন মাত্র ৫ রান। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধেও বাবর নিজের নামের প্রতি সুবিধা করতে পারেননি। গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৫ বলে ১০। চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে এহেন বাবরের রানের খরা মিটবে? পাক শিবিরে এই প্রশ্ন এখনই ঘুরপাক করছে।

Advertisement

খারাপ পরিসংখ্যানের বহর এখানেই শেষ নয়। ১১০টি একদিনের ম্যাচে ৫৪২৪ রান করেছেন। গড় ৫৭.০৯। স্ট্রাইক রেট ৮৮.৮৮। সঙ্গে রয়েছে ১৯টি শতরান ও ২৮টি অর্ধ শতরান। সর্বোচ্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ রান। তবে ভারতের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৭টি ম্যাচ খেলেছেন বাবর। তাঁর রান ১৬৮। গড় ২৮। স্ট্রাইক রেট ৭২.৪১। সর্বোচ্চ ৪৭।

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে নামবেন শুভমান? কী বললেন রোহিত?]

বাবর জানেন এই ম্যাচেই তিনি ইতিহাস গড়তে পারেন। আর নতুন ইতিহাস তৈরি যদি তাঁর ব্যাট থেকে আসে তাহলে সেটা তাঁর কেরিয়ারের জন্যও মঙ্গলময় হবে। তাই অকপটে বললেন, “চলতি বিশ্বকাপে যে ভাবে ব্যাট করা উচিত, এখনও সেটা করতে পারিনি। ভারতের বিরুদ্ধে সবসময় তো খেলায় হয় না। বেশ কয়েক বার নিজের ভুলে উইকেট খুইয়েছি। তবে এবার আর ভুল করতে রাজি নই।”

ভারতের বিরুদ্ধে তাঁর খারাপ ব্যাটিং পরিসংখ্যানের সঙ্গে আরও একটি ইস্যু নিয়ে সবসময় আলোচনা হয়। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হারলেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার ফল তাঁর দলের বিপক্ষে গেলে হয়তো ফের একবার ‘ক্যাপ্টেন হটাও’ স্লোগান পাশের দেশে প্রকট হয়ে উঠতে পারে। যদিও পাক অধিনায়ক বাইরের গুঞ্জন, আওয়াজকে গুরুত্ব দিচ্ছেন না।

আর তাই প্রশ্ন উড়ে আসতেই সটান বলে দিলেন, “ভারতের বিরুদ্ধে ফল খারাপ হলেই অধিনায়কত্ব চলে যাবে! আমার সেটা মনে হয় না। আমি কিন্তু মাত্র একটা ম্যাচের জন্য অধিনায়কত্ব করতে নামছি না। তাই নেতৃত্ব হারানোর ভয় পাচ্ছি না।” এখানেই থেমে না থেকে ফের যোগ করেছেন, “আমি যেটা পারি, সেটাই করার চেষ্টা করি। তাছাড়া নির্দিষ্ট কোনও ম্যাচের কথা ভেবে আমাকে নেতৃত্ব দেওয়া হয়নি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। যেমন ২০১৯ সালেও করেছিলাম। নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা এবং ম্যাচটাকে উপভোগ করার চেষ্টা করব আমরা। ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো ঠিক মতো করতে হবে আমাদের।”

[আরও পড়ুন: নতুন ইতিহাস গড়তে মরিয়া পাকিস্তান, রেকর্ড ভাঙার হুঙ্কার দিলেন বাবর]

৫০ ওভারের ফরম্যাটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখনও পর্যন্ত ১৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। সেখানে ভারতের জয় ৫৬ ম্যাচে। তবে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের জয়জয়কার। এখনও পর্যন্ত দাপটের সঙ্গে ৭-০ স্কোরলাইনে এগিয়ে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সেই ব্যবধান ৮-০ হবে? নাকি ঝলসে উঠবে বাবরের ব্যাট? অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement