সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারতের মতো কি রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) ফের একবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয়ের স্বাদ পাবে? ২০১১ সালের রিমেক ফের একবার ঘটবে ২০২৩ সালে? ১২ বছর পর ঘরের মাঠে ফের একবার ভুবনজয়ী হবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এমন একাধিক প্রশ্ন দেশের ক্রিকেট মহলে ঘুরে বেড়াচ্ছে। এমন প্রেক্ষাপটে অবশ্য গ্রেগ চ্যাপেল (Greg Chappell) ফের একবার বিস্ফোরণ ঘটালেন। ভারতের প্রাক্তন কোচ ‘গুরু গ্রেগ’-এর দাবি, এবার আর ম্যাজিক ঘটবে না!
আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের জয়ের সম্ভাবনা কতটা এবং বিরাট কোহলি (Virat Kohli) এই জয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন? সেটা নিয়েও মুখ খুলেছেন তিনি। চ্যাপেল বললেন, “এবারের বিশ্বকাপে বিরাট গেম চেঞ্জার হতে পারে। যদি বিরাট এই বড় ইভেন্টে ভাল পারফরম্যান্স করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই একটা মজার টুর্নামেন্ট আমরা উপভোগ করব।” সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, “বর্তমানে বিরাটের কেরিয়ার এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে রান করতে হলে বিরাটকে আলাদা করে চেষ্টা করতে হবে। সেটা না হলে ভারতের পক্ষে বিশ্বকাপ জেতা দিবাস্বপ্নের মতো।”
[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]
কিন্তু কেন তাঁর ভোট ভারতীয় দলের দিকে নয়? গ্রেগ চ্যাপেল আরও বলেন, “ঘরের মাঠে ভারতীয় দল বরাবরই ফেভারিট। ড্রেসিংরুমে বসে অতিথি দলের পারফরম্য়ান্স দেখতে আমার বরাবরই ভা লাগত। সবসময় একটাই বিষয় মাথার মধ্যে ঘুরপাক খেত যে ঘরের মাঠে টিম ইন্ডিয়া অনেকটাই স্বস্তিতে থাকবে। আমি মনে করি যে এবারের বিশ্বকাপে ভারতীয় দল ফেভারিট হিসেবেই মাঠে নামবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আগেকার মতো আর জারিজুরি কাজে লাগাতে পারবে না। কারণ সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দল বেশ কয়েকবার ভারতে এসে খেলে গিয়েছে। ফলে ভারতের উইকেট সম্পর্কে অজিরা যথেষ্ট ওয়াকিবহাল। এমনকী, ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারও ভারতে এসে সময় কাটিয়ে গিয়েছে। তাই আমার মনে হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি।”
আগামী ৫ অক্টোবর থেকে ২০২৩ একদিনের বিশ্বকাপ শুরু হতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দল আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল।