সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় দলের হয়ে গ্যালারি ভরবে। উঠবে নিজের দেশের তারকাদের জন্য স্লোগান। এটাই তো বিশ্ব ক্রীড়া জগত দেখে এসেছে। কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের (Pakistan) জন্য গলা ফাটাতে গিয়ে একজন পাক সমর্থককে বেঙ্গালুরুর পুলিশের (Bengaluru Police) কাছে জোর ধমক খেতে হল। অস্ট্রেলিয়া (Australia) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচে, বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) এমন ঘটনা ঘটেছে। ম্যাচ চলার সময় বাবর আজমদের (Babar Azam) দেশের সমর্থক ‘পাকিস্তান জিন্দাবাদ’ (Pakistan Zindabad) স্লোগান তুলেছিলেন। তাঁকে স্লোগান দিতে বাধা দেওয়া পুলিশের সঙ্গে বচসায় জড়ান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
সোশাল মিডিয়ায় ৪৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের জার্সি পরা এক দর্শক তাঁর সামনে থাকা এক পুলিশকে বলছেন, ‘আমি পাকিস্তান জিন্দাবাদ কেন বলতে পারব না? আমার পাশেই তো একজন ভারত মাতা কি জয় বলা হচ্ছে তো। তা হলে আমি কেন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি না?’ সেই সময় ওই পুলিশ পাক সমর্থককে বলেন, ‘ভারত মাতা কি জয় বলো ঠিক আছে। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলো না।’
[আরও পড়ুন: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানের পর জাম্পা-স্টোইনিসের দুরন্ত বোলিং, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া]
এরপর পাক সমর্থক ওই পুলিশক জানান, তিনি পাকিস্তান থেকে এসেছেন। অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, তা হলে কেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা যাবে না? এরপরই সেই সমর্থক বলেন, তিনি পুরো বিষয়টা ভিডিও করতে চান। এবং তিনি পুলিশকে বলেন এর আগে তিনি তাঁকে যা বলেছেন, সেটা আবার বলতে। সেই সময় ওই পুলিশ প্রথমে কিছু বলেননি। তারপর কিছু একটা বলতে বলতে জায়গা থেকে সরে যান।
পাকিস্তানের সমর্থকরা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে আহমেদাবাদে ভারত-পাক ম্যাচের সময় ডিজে কেন ‘দিল দিল পাকিস্তান’ গান বাজাননি সেই নিজেও ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার। যদিও এই ইস্যু নিয়ে আইসিসি, বিসিসিআই বা বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।