shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: শাহিন মোটেও আক্রমের মতো নয়! একেবারে ‘ট্রেসর বুলেট’ চালিয়ে দিলেন রবি শাস্ত্রী

শাহিনকে বিঁধলেন রবি শাস্ত্রী।
Posted: 05:47 PM Oct 15, 2023Updated: 05:47 PM Oct 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামার কয়েক ঘণ্টা আগে তিনি হুঙ্কার দিয়েছিলেন। বড় মুখ করে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) বড় মুখ করে বলেছিলেন, ‘আগে ভারতের পাঁচ উইকেট নিয়ে ফেলি, এর পর ছবি তুলব!’ তবে আসল সময় পারলেন না পাকিস্তানের (Pakistan) তারকা পেস বোলার। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বাকি ম্যাচগুলোর মতো এবার টিম ইন্ডিয়ার (Team India) কাছেও বেধরক মার খেলেন শাহিন। আর তাই তাঁকে তীব্র কটাক্ষ করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। নিজের মেজাজে বলে দিলেন, “শাহিনকে নিয়ে বাড়তি আলোচনার কোনও দরকার নেই। ও যতই ভালো বোলার হোক ওয়াসিম আক্রম নয়।”

Advertisement

১৫৪ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অল আউট। মাত্র ৩৬ রানে শেষ আট উইকেট হারায় বাবর আজমের (Babar Azam) দল। টার্গেট এমন কিছুই ছিল না। আর এই সামান্য টার্গেট ভারত তুলল মাত্র ৩০.৩ ওভারে। মাত্র তিন উইকেট হারিয়েই ভারত লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের ব্যাটিংকে মোটেই সমস্যায় ফেলতে পারেননি বহু আলোচিত পাক পেসাররা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলকে (Shubman Gill) আউট করলেও শাহিন একেবারেই প্রভাব ফেলতে পারেননি।

[আরও পড়ুন: দুরন্ত মেজাজে ইমামের ক্যাচ ধরে সেরা ফিল্ডার হলেন লোকেশ রাহুল, দেখুন মজার ভিডিও]

 

আর তাই ধারাভাষ্য দেওয়ার সময় শাহিনকে বিঁধলেন শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ সটান বলে দেন, “শাহিন নিঃসন্দেহে ও একজন ভালো বোলার। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতাও রয়েছে। তবে স্বীকার করতেই হবে, নাসিম শাহ যদি না খেলে এবং পাকিস্তানের স্পিন বোলিংয়ের দশা যদি এরকম হয়, তাহলে আর কিছু বোলার নেই।” এর পর শাস্ত্রী ফের বলেন, “শাহিন ভালো বোলার। তবে ওঁকে এতটাও তোল্লাই দেওয়া উচিত হবে না। কেউ যদি ভালো বোলার হয়, তাহলে আমাদের প্রশংসার ক্ষেত্রেও যথেষ্ট সংযত হতে হবে। ভালো বোলার, এটুকু বলাই যথেষ্ট। শাহিন ভালো বোলার। তবে কোনওভাবেই গ্রেট বোলার নয়। ও যতই ভালো বোলার হোক ওয়াসিম আক্রম নয়।”

চলতি কাপ যুদ্ধে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়েছিলেন ৩৭ রানে ১ উইকেট। শ্রীলঙ্কা বিরুদ্ধে নিজেকে মেলে ধরতে পারেননি। ৬৬ রানে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। আর এবার ভারতের বিরুদ্ধে বেধরক মার খেলেন। ৬ ওভারে ৩৬ রানে নিলেন ২ উইকেট। আর তাই শাহিনের সমালোচনায় মুখর হলেন শাস্ত্রী।

[আরও পড়ুন: ইজরায়েলের সমর্থনে প্ল্যাকার্ড হাতে ব্যক্তি, ছেলেকে ফলো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement