দেবাশিস সেন, লন্ডন: বাইশ গজে ফিল হিউজের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। ম্যাচ চলাকালীন বলের আঘাতে অকালে বিদায় নিয়েছিলেন অজি ব্যাটসম্যান। সেই স্মৃতি ফিরল চলতি বিশ্বকাপে। ম্যাচে নয়। এবার অঘটন ঘটল প্র্যাকটিসে। ডেভিড ওয়ার্নারের শটে মাটিতে লুটিয়ে পড়লেন নেট বোলার।
[আরও পড়ুন: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়া রেকর্ডের সামনে কোহলি-রোহিত]
রবিবার ভারতের বিরুদ্ধে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে শনিবার অজি শিবিরে পুরোদমে চলছিল প্র্যাকটিস। নেটে ব্যাটিং করছিলেন অজি ওপেনার ওয়ার্নার। বোলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক নেট বোলার। নাম জয়কিষেন প্লাহা। ওয়ার্নারের জোড়াল শট মাথায় গিয়ে লাগে জয়কিষেনের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খানিকক্ষণের জন্যও সংজ্ঞাও হারান বলে খবর। এমন পরিস্থিতিতে অনুশীলন থামিয়ে দেন অজিরা। ছুটে আসে অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম। প্রাথমিক শুশ্রূষার পর স্ট্রেচারে তুলে বোলারকে গাড়িতে চাপিয়ে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় শিউরে ওঠেন ওয়ার্নার। এককালের সতীর্থকে এভাবেই প্রাণ হারাতে দেখেছেন মাঠে। তাই তাঁর চোখের সামনেও যেন ফিরে আসে হিউজের স্মৃতি। বেশ অস্তত্বি বোধ করতে থাকেন অজি ওপেনার। বল বিকৃতিতে সমর্থনের অভিযোগে নির্বাসিত ছিলেন ওয়ার্নার। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর অজি দলে ফিরেছেন তিনি। তারপরই এমন ঘটনায় ভয় পেয়ে যান ওয়ার্নার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং অন্যান্য সতীর্থরা সান্ত্বনা দেন তাঁকে।
[আরও পড়ুন: ইগর জমানার প্রথম জয়, কিংস কাপে তৃতীয় স্থান পেল ভারত]
এদিকে আইসিসির তরফে জানানো হয়, বোলার মাথায় চোট পাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর জ্ঞান ছিল। ঠোঁটের কোণে হালকা হাসির ঝলকও দেখা যায়। বুঝিয়ে দিতে চাইছিলেন তিনি ঠিক আছেন। ফিঞ্চ বলেন, “ডেভ (ডেভিড) স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিল। তরুণ ওই বোলার বেশ ভাল ছন্দে ছিল। ওর আঘাত কতটা গুরুতর, তা জানতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” তবে স্বস্তির খবর হল, সিটি স্ক্যানে কিছুই ধরা পড়েনি। তাই দ্রুতই চোট সারিয়ে নেটে নামতে পারবেন ওই বোলার।
The post বিশ্বকাপে ফিরল হিউজের স্মৃতি, ওয়ার্নারের শটে মাঠে লুটিয়ে পড়লেন ‘ভারতীয়’ বোলার appeared first on Sangbad Pratidin.