সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে নেমেই শুধু মার। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষের বোলিংকে একেবারে উড়িয়ে দেওয়া। যে কোনও বল হেলায় গ্যালারিতে ফেলে, প্রতিপক্ষকে তছনছ করে দেওয়া। এই মন্ত্র সম্বল করেই এগিয়ে যাচ্ছেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ‘ম্যাচের সেরা’ হওয়ার পর সেটা অকপটে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অকুতভয় তরুণ ওপেনার।
ম্যাচের শেষে পুরস্কার নিতে গিয়ে যশস্বী বলছিলেন, “এই ইনিংস এবং ম্যাচ জয় আমার কাছে খুবই স্পেশাল। আমি যত রকম শট খেলতে পারি, সেই চেষ্টা করেছি। বরাবরের মতো এবারও আমি অকুতভয় থাকার চেষ্টা করেছি। কারণ আমি জানতাম এভাবে খেললেই দ্রুত বড় রান করতে পারব। আর তাছাড়া মাঠে নামার আগেই ভিভিএস স্যর ও সূর্য ভাই আমাকে সেই নির্দেশ দিয়েছিল।”
[আরও পড়ুন: চ্যালেঞ্জারকে হারাতে পারলে মিলবে প্যারিস অলিম্পিকের টিকিট, নতুন নিয়মের ফাঁদে ভারতীয় কুস্তিগিররা]
অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৮ বলে ২১ রানে আউট হলেও, এবার থামলেন ২৫ বলে ৫৩ রানে। ২১২.০০ স্ট্রাইকরেট বজায় রেখে তাঁর এই মারকুটে ইনিংস ৯টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এর মধ্যে ২৪ বলে যশস্বী যখন অর্ধশতরান করেন, তখন পাওয়ার প্লে-তে ভারতের রান ছিল ৭৭। ইনিংসের চতুর্থ ওভারে বিপক্ষের পেসার শিন অ্যাবটকে মেরে ২৪ রান নেন যশস্বী। যদিও এই বিস্ফোরক ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ২১ বছরের তরুণ। ৫.৫ ওভারে ন্যাথান এলিসের বলে শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে তাঁর ক্যাচ ধরেন অ্যাডাম জাম্পা। তাঁর সেই ইনিংসের জন্যই ৪৪ রানে জয় পেয়েছিল ভারত।
তবে এবার সেরার পুরস্কার পেলেও, প্রথম ম্যাচের ভুল নিয়ে এখনও মন খারাপ করে বসে আছেন যশস্বী। সেইজন্য ফের একবার জনসমক্ষে ওপেনিং পার্টনার রিতুরাজ গায়কোয়াড়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন। সেই ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলের ঘটনা। মুম্বইকর যশস্বীর ভুলে রান আউট হয়ে ফিরে যেতে বাধ্য হন রিতুরাজ। তাও আবার কোনও বল না খেলেই! ন্যাথান অ্যালিস এক্সট্রা কভার থেকে ডিরেক্ট থ্রো করলে, স্টাম্প ভেঙে দেন ম্যাথু ওয়েড। ফলে ‘ডায়মন্ড ডাক’ করে মাঠ ছাড়তে বাধ্য হন রিতুরাজ। তাঁর আগে এই ফরম্যাটে টি-টোয়েন্টি ফরম্যাটে জশপ্রীত বুমরাহ ও অমিত মিশ্রা ‘ডায়মন্ড ডাক’ করে সাজঘরে ফিরেছিলেন।
মঙ্গলবার অর্থাৎ ২৭ নভেম্বর আয়োজিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। ম্যাথু ওয়েডের দলের বিরুদ্ধে খেলবে সূর্য কুমার যাদবের সতীর্থরা। সেই ম্যাচ জিতে চলতি সিরিজ ভারতীয় দল নিজের নামে করতে পারে কিনা সেটাই দেখার।