shono
Advertisement

IND vs PAK, Asia Cup 2023: বাবরদের পাক বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার জন্য শামি, সিরাজ, বুমরাহের উপর ভরসা করছেন রোহিত

ভারতের পেস অ্যাটাক বাজিমাত করতে পারবে?
Posted: 08:22 PM Sep 01, 2023Updated: 08:22 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), হ্যারিস রাউফ (Haris Rauf), নাশিম শাহ (Naseem Shah)। অন্যদিকে বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) ব্যাটিংকে গুঁড়িয়ে দেওয়ার জন্য একেবারে তৈরি মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammaed Siraj) ও জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বৃষ্টি বাধ না সাধলে এমনই আবহে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ‘মাদার অফ অল ব্যাটল’। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নামার আগে তাই নিজের দলের তিন পেসারের দিকে তাকিয়ে রোহিত শর্মা (Rohit Sharma)। তবে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক জানেন যে, বিপক্ষের পেস বাহিনীও আক্রমণ শানাতে বদ্ধপরিকর।

Advertisement

মেগা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। দুই দলের পেস অ্যাটাক নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, “শুধু আমাদের দেশের পেস বোলার নয়, বিপক্ষের পেস বোলাররাও দারুণ ফর্মে আছে। ওরা সবাই গ্রেট বোলার। সেটা ক্রিকেট দুনিয়াকে এই ছয় পেসার বুঝিয়ে দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের পেস অ্যাটাকের প্রশংসা তো করতেই হবে। আর সেইজন্য আমাদের দলের ব্যাটারদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।”

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে এশিয়া কাপ টিম ইন্ডিয়ার জন্য ‘ফিটনেস টেস্ট’ নয়, স্পষ্ট জানিয়ে দিলেন রোহিত]

জানতে চাওয়া হয়, পাকিস্তানের পেস ত্রয়ীকে সামলানোর প্রস্তুতি কেমন হয়েছে। প্রশ্ন শুনেই রোহিতের মুখে হাসি। মজার সুরে শুরু করলেন, “আমাদের কাছে তো শাহিন, রউফ, নাসিমরা নেই। আমাদের যারা রয়েছে, নেটে তাদের বিরুদ্ধেই প্র্য়াক্টিস করেছি।” তারপরই গম্ভীর জবাব, “পাকিস্তান ক্রিকেটে বরাবরই ভালো পেসার উঠে এসেছে। তবে আমরাও অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। কিছুটা অভিজ্ঞতা আমাদেরও রয়েছে। সেটা দিয়েই সামলাব।”

শামি ও সিরাজ তো আছেনই। এর সঙ্গে জুড়ে গিয়েছেন বুমরাহ। প্রায় এক বছরের বেশি সময় পর ফের ৫০ ওভারের ক্রিকেটে কামব্যাক করছেন বুমরাহ। সবকিছু ঠিকঠাক থাকলে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবেন টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার। এমন প্রেক্ষাপটে বিপক্ষকে চাপে রাখতে বড় মন্তব্য করে দিলেন রোহিত। তাঁর দাবি বুমরাহ কামব্যাক করার জন্য ভারতীয় দলের পেস বাহিনী আরও শক্তিশালী হল।

‘হিটম্যান’ ফের যোগ করেন, “শামি, সিরাজ ও বুমরাহ আমাকে অনেক স্বস্তি দেবে বলে মনে করি। বিশেষ করে বুমরাহ ফিরে আসার জন্য আমাদের দল আরও শক্তিশালী হল। আয়ারল্যান্ড সফরে ওকে দেখে বেশ ভাল লেগেছে। এমনকি বেঙ্গালুরুর ক্যাম্পেও বুমরাহকে পুরনো আগুনে ছন্দে দেখেছিলাম। আশাকরি আগামী দু’মাস বুমরাহ নিজের পুরনো পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারবে।”

[আরও পড়ুন: ‘শত্রুতার মতো বিষয়ে মানুষ মাথা ঘামাক’, পাকিস্তান ম্যাচের আগে বলছেন রোহিত]

বুমরাহর জন্য স্বস্তিতে থাকলেও রোহিত কিন্তু তাঁর অন্য দুই পেসার শামি এবং সিরাজের উপরেও ভরসা করে বসে আছেন। সেটাও জানাতে ভুলে যাননি রোহিত। এবার ভারতের পেস অ্যাটাক বাবরদের পাক বাঙ্কার উড়িয়ে দিতে পারেন কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement