সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আঁচে কাঁপছে ফুটবলের পৃথিবী৷ আর সেই উন্মাদনার মধ্যেই ভারতীয় ফুটবল আজ এক ইতিহাসের মুখোমুখি৷ কেনিয়ার বিরুদ্ধে নিজের শততম ম্যাচে নামছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী৷ আবেগ সরিয়ে রেখে খেলাকেই আসল চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি৷ তবে তাঁর কেরিয়ারের এই স্মরণীয় মুহূর্তে আবেগে ভাসছেন দেশের ফুটবলপ্রেমীরা৷ এমনকী বলিপাড়ার এক অভিনেত্রীও দেশের ফুটবলের স্বার্থে অনুরাগীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন৷
[ রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ আনন্দ দেখাই না, হ্যাটট্রিক করে জানালেন সুনীল ]
তেরো বছর আগের কথা৷ পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলে ডাক পেয়েছিলেন রহিম নবি এবং সুনীল ছেত্রী৷ প্রথমে ভেবেছিলেন বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হবে৷ হঠাৎ সুখবিন্দর সিংয়ের ডাক৷ মাঠে নামা৷ এবং জাতীয় দলের হযে অভিষেক ম্যাচেই গোল৷ সুনীলের জয়যাত্রা আর আটকায়নি৷ অবশ্য আজকের ভারত অধিনায়ক আর সেদিনের সুনীলের মধ্যে অনেক ফারাক৷ এখন তিনি অনেক পরিণত৷ আজকের সুনীল হয়তো সেদিন ওরকম উচ্ছ্বাসে মেতে উঠতেন না৷ কখন কোনটা প্রয়োজন সেই চেতনা এখন অনেক বেশি৷ ফলে নিজের শততম ম্যাচের আগে আবেগকে সরিয়ে রেখেছেন৷ বরং কেনিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন খেলা ও পয়েন্ট ছিনিয়ে আনাকেই৷ আগের ম্যাচে তাঁর হ্যাটট্রিকে পাঁচ গোলে জয় পেয়েছে ভারত৷ এদিকে প্রথম ম্যাচে জিতেছে কেনিয়াও৷ ফলে কেনিয়ার থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়াই এখন লক্ষ্য তাঁর৷ সতীর্থরা চান অধিনায়ককে তাঁর শততম ম্যাচে জয় উপহার দিতে৷
এদিকে এই ঐতিহাসিক ক্ষণে আবেগে কাঁপছেন দেশের ফুটবল অনুরাগীরা৷ আসলে ধীর স্থির পরিণত সুনীলের পায়ের শিল্পেই যেন ভারতীয় ফুটবলের স্বপ্ন ডানা মেলে৷ বিশ্বকাপ এখনও যেন দূর গ্রহের বিষয়৷ কিন্তু দেশের ফুটবল অনুরাগীরা জানেন, তাঁদের একজন সুনীল ছেত্রী আছে৷ দেশের জার্সিতে যিনি মেসি বা রোনাল্ডোর থেকে কম কিছু নন৷ বরং ফুটবল বিশ্বের অকুলীন এক দেশের কোটি কোটি অনুরাগীর আবেগকে যিনি মর্যাদা দিতে পারেন৷ দক্ষতায় এগিয়ে নিয়ে যেতে পারেন ভারতীয় ফুটবলকে৷ তাই সুনীলের শততম ম্যাচের জন্য আজ অপেক্ষমান দেশবাসী৷ কিছুদিন আগে তিনি আবেদন করেছিলেন, সকলে যেন ভারতীয় ফুটবলের পাশে থাকেন৷ সেই ডাকে সাড়া দিয়ে অভিনেত্রী এষা গুপ্ত টুইট করেছেন৷ তাঁর আরজি, আজ অন্তত যাঁরা মুম্বইয়ে আছেন তাঁরা গলা ফাটান ভারতীয় ফুটবলের জন্য৷ সুনীল ছেত্রীর জন্য৷ ভারতীয় ফুটবলকে অবহেলা করার যে ভুল তার যেন পুনরাবৃত্তি না হয়, মত এষার৷
সোশ্যাল মিডিয়ায় দেশবাসীরা জানান দিচ্ছেন, এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে প্রস্তুত তাঁরা৷
The post শততম ম্যাচে নামছেন সুনীল, দেশের ফুটবলারদের পাশে থাকার ডাক অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.