shono
Advertisement

Breaking News

‘সুনীল না থাকলেও সমস্যা হবে না’, আজ ওমানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ভারতীয় কোচ

প্রাক বিশ্বকাপ ম্যাচে ওমানের কাছে পরাস্ত হয়েছিল ভারত।
Posted: 09:31 AM Mar 25, 2021Updated: 09:31 AM Mar 25, 2021

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামার আগে প্রাক বিশ্বকাপের ওমান ম্যাচ মনে পড়ে যাচ্ছে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের (Igor Stimac)। গুয়াহাটিতে প্রাক বিশ্বকাপ ম্যাচে ওমানের বিরুদ্ধে শুরুতেই গোল করে দিয়েছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৮২ মিনিট পর্যন্ত এগিয়েছিল ভারতীয় দল। এরপরই দু’টো গোল খেয়ে যাবতীয় স্বপ্ন চুরমার।

Advertisement

বিশ্ব ক্রমপর্যায়ে ওমান এই মুহূর্তে রয়েছে ৮১ নম্বরে। ভারতীয় দলের স্থান সেখানে ১০৪। স্বাভাবিকভাবেই এরকম শক্তিশালী দলের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপর ম্যাচে এগিয়ে থাকার পর হারতে হওয়ায় পরিস্থিতি মেনে নিতে পারেননি স্টিমাচ। বুধবার ফের ওমানের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামার আগে সেদিনের ঘটনা মনে পড়ায় জাতীয় দলের (Indian Football Team) কোচ বলছেন, “সেদিন ম্যাচের পর দুঃখে কেঁদে ফেলেছিলাম।”

[আরও পড়ুন: বিয়ে করতে চলেছেন অ্যাডাম জাম্পা, কে হচ্ছেন RCB লেগস্পিনারের জীবনসঙ্গী?]

করোনা আবহে অনেকদিন পর ফের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম প্রতিপক্ষ ওমান (Oman)। দ্বিতীয় প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। একে তো দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি, তার উপর অধিনায়ক সুনীল ছেত্রীকে পাওয়া যাবে না করোনা আক্রান্ত হওয়ায়। স্টিমাচ বলছিলেন, “করোনা সমস্যায় গত মরশুমে আমাদের নানারকম পরিকল্পনা বাতিল হয়ে যায়। তবে সুনীল না থাকলেও সমস্যা হবে না। এবার জুনিয়র ফুটবলারদের নিয়ে দল তৈরি হয়েছে। ওমানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুবিধে পাওয়ায় জুনিয়র ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। সব সময় শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ম্যাচ খেলা পছন্দ করি। তাতে নিজেদেরকে আরও ভালভাবে তৈরি করার সুযোগ থাকে।” বিপক্ষ ওমান সম্পর্কে স্টিমাচ বলছিলেন, “কিছুদিন আগে জর্ডনের বিরুদ্ধে ওমানকে দেখেছি। শুধুই শারীরিকভাবে শক্তিশালী নয়, অনেক বেশি পরিকল্পনা করে খেলে।”

আজ টিভিতে ভারত বনাম ওমান
সন্ধে ৭.১৫, ইউরো স্পোর্টস

[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ, কাঁধের চোটে ওয়ানডে সিরিজের বাইরে শ্রেয়স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement