shono
Advertisement

বার্লিনে ভারতের লক্ষ্যভেদ, বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মেয়েরা

এবারের প্রতিযোগিতায় প্রথম সোনার পদক জিতলেন ভারতীয় তিরন্দাজরা।
Posted: 06:51 PM Aug 04, 2023Updated: 06:51 PM Aug 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মেয়েরা। মহিলাদের কমপাউন্ড দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরিণীত কৌর।

Advertisement

ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯-এ হারায় মেক্সিকোকে। বিশ্ব মঞ্চে এই ভারতীয় ত্রয়ী তাঁদের প্রতিভা এবং দৃঢ়তা প্রদর্শন করেন। জ্যোতি-অদিতিরা কেবল যে বার্লিনে ভারতের মুখ উজ্জ্বল করলেন তা নয়, এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক জিতলেন ভারতীয় তিরন্দাজরা।

[আরও পড়ুন: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

 

মেক্সিকোকে ফাইনালে হারানোর আগে ভারতের মেয়েরা সেমিফাইনালে পরাস্ত করেন কলম্বিয়াকে। সেই ম্যাচে ভারত ২২০-২১৬-তে জেতে। তার আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে হারায় ভারত। অদিতি বলেন, ”ভারতের হয়ে প্রথম খেতাব জিততে পেরে আমরা খুব খুশি। আমরা শুটিংয়ে ফোকাস করেছিলাম। আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতব।”

 

ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”ভারতের ঐতিহাসিক জয়। হুন্ডাই বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।”

[আরও পড়ুন: বিস্ফোরক মজুতের অভিযোগ, বীরভূমে NIA’র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement