সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে ইতিহাস গড়ল ভারতের মহিলা কমপাউন্ড আর্চারি টিম। ইতিহাসে প্রথমবার বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেল ভারতীয় দল। আগামী মাসেই ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে এই সাফল্য ভারতীয় দলকে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ৩৪২.৬ রেটিং পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা চিনা তাইপে রয়েছে ৩৩৬.৬ পয়েন্টে। ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। অর্থাৎ, দ্বিতীয় স্থানে থাকা তাইপের থেকে ৬ পয়েন্টে এবং তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার থেকে প্রায় ৪০ রেটিং পয়েন্টে এগিয়ে ভারত।
[জানেন, কোন চ্যানেলে দেখানো হবে এবারের কলকাতা ফুটবল লিগ?]
সম্প্রতি অন্তল্যা এবং বার্লিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুপোর পদক পেয়েছে ভারতের মেয়েরা। এই দুই দলেরই সদস্যা ছিলেন জ্যোতি সুরেখা এবং মুসকান কিরার। অন্যদিকে, প্রথম টুর্নামেন্টের দলের তৃতীয় সদস্যা ছিলেন দিব্যা দয়াল, দ্বিতীয় অর্থাৎ বার্লিনের প্রতিযোগিতায় ভারতীয় দলের তৃতীয় সদস্য ছিলেন তৃষা দেব। এই প্রথম মেয়েদের কমপাউন্ড তিরন্দাজি দল প্রথম স্থান দখল করল। এর আগে ভারতীয় তিরন্দাজদের মধ্যে দীপিকা কুমারী শীর্ষস্থান দখল করেছিল। এই মুহূর্তে দীপিকা কুমারি এবং অভিষেক বর্মা প্রথম দশে রয়েছেন। দু’জনেই সপ্তম স্থানে।
[ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেই কামাল সালাহর, ৫২ সেকেন্ডেই পেলেন গোল]
আগামী মাসে জাকার্তা এবং পালেমবাং শহরে এশিয়া কাপ শুরু হচ্ছে। মোট ১৬ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কমপাউন্ড দলের সদস্যরা-সহ মোট ১৬ জন ভারতীয় তিরন্দাজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
The post তিরন্দাজিতে ইতিহাস, প্রথমবার বিশ্বসেরার তকমা পেল ভারত appeared first on Sangbad Pratidin.