স্টাফ রিপোর্টার: আইপিএলের নিলাম যে ফেব্রুয়ারিতে হবে, সেই খবর ‘সংবাদ প্রতিদিন’-এ আগেই প্রকাশিত হয়েছিল। যা শোনা যাচ্ছে, তাতে ১২, ১৩ ফেব্রুয়ারি আইপিএলের (IPL) নিলাম হতে পারে। বেশ কিছুদিন ধরেই নিলামের দিনক্ষণ নিয়ে আলোচনা করছিলেন বোর্ড কর্তারা। ভেনু নিয়েও আলোচনা চলছিল।
বিসিসিআই (BCCI) সূত্রের খবর অনুযায়ী, ভেনু এখনও চূড়ান্ত না হলেও বেঙ্গালুরুতে এবার আইপিএলের নিলাম-পর্ব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শোনা গেল, সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারের আইপিএলে দুটো নতুন টিমের অন্তর্ভুক্তি ঘটেছে। দুটো টিম অবশ্য নিলামের আগে তিনজন করে ক্রিকেটার নিতে পারবে। ওই তিন ক্রিকেটারের নাম অবশ্য একটা নির্দিষ্ট দিনের মধ্যে জানিয়ে দিতে হবে দুটো ফ্র্যাঞ্চাইজিকে।
[আরও পড়ুন: অশ্বিনের পর এবার দেবাং গান্ধী, শাস্ত্রী-রাজ নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার]
এদিকে, করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের হানায় আগামী বছরের আইপিএল কীভাবে আয়োজিত হবে, তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করতে হচ্ছে বিসিসিআইকে। ভারতীয় বোর্ড সূত্রের খবর, একটা সময় ভাবা হচ্ছিল এপ্রিলের ২ তারিখ থেকে আগের মতো হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে আইপিএল শুরু করবে বিসিসিআই। কিন্তু ওমিক্রন যেভাবে বাড়ছে, তাতে প্ল্যান বি ভেবে রাখতে হচ্ছে ভারতীয় বোর্ডকে। শোনা যাচ্ছে, নিতান্তই যদি ওমিক্রন (Omicron) প্রভাব বাড়াতে থাকে তাহলে একটি বা দুটি রাজ্যেই পুরো টুর্নামেন্টটির আয়োজন করতে হতে পারে বিসিসিআইকে। আগামী মাসে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবে বোর্ড। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
[আরও পড়ুন: ‘বিরাটকে সরানো নিয়ে নির্বাচকদের পরিবর্তে কেন সৌরভ মুখ খুলল?’, প্রশ্ন বেঙ্গসরকরের]
এদিকে, আইপিএলের নিলামের প্রস্তুতির মধ্যেই ম্যানেজমেন্টে বড়সড় রদবদল করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ (Sunriser Hydrabad)। আসন্ন আইপিএলের জন্য ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ নিয়োগ করেছে হায়দরাবাদের দলটি। সেই সঙ্গে বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনকে (Dale Styen)। ম্যানেজমেন্টে দুই তারকার আগমনে নিঃসন্দেহে শক্তি বাড়বে হায়দরাবাদ দলের।