রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭১/৫ (ফ্যাফ-৫৫, ম্যাক্সওয়েল-৫৪)
রাজস্থান রয়্যালস: ৫৯/১০ (হেটমায়ার-৩৫, পার্নেল-১০/৩)
১১২ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যালেঞ্জ ছিল দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থানের দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং জস বাটলারকে রুখে দেওয়া। জয়পুরে সে লক্ষ্যপূরণ তো হলই, সেই সঙ্গে মাত্র ৫৯ রানে রাজস্থানকে গুটিয়ে দিয়ে রাজকীয় জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আর সেই সঙ্গে কাটল জয়পুরে হারের খরাও।
[আরও পড়ুন: দেশের বিভিন্ন ব্যাংকে ‘বেওয়ারিশ’ অ্যাকাউন্টে পড়ে ৩৫ হাজার কোটি টাকা! কী পদক্ষেপ RBI-এর?]
রবিবাসরীয় জয়পুরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপর আরসিবির হাল ধরেন সেই দুই চেনা তারকা ফ্যাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও তাঁদের দুরন্ত পারফরম্যান্সেই এগিয়ে যায় দল। এদিন ফের ব্যর্থ ব্যাঙ্গালোরের মিডল অর্ডার। লোমরোম (১) ও দীনেশ কার্তিক (০) ফিরলে বাকি কাজ সারেন অনুজ রাওয়াত (২৯*)।
এদিন ব্যাট হাতে ফ্যাফ-ম্যাক্সি জুটি যেমন ব্যাটে কামাল দেখান, তেমনই হাত ঘুরিয়ে চলতি আইপিএলের সবচেয়ে ভয়ংকর জুটি যশস্বী ও বাটলারকে ধরাশায়ী করে দেন পার্নেল ও সিরাজ। আর তাতেই প্রশস্ত হয়ে যায় জয়ের রাস্তা। তাঁদের ব্যর্থতার দিন দলের হাল সামলাতে পারেননি বাকি ব্যাটাররাও। শেষে হেটমায়ার চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গিয়েছে।
আইপিএলের ইতিহাসে এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে এই আরসিবির বিরুদ্ধেই ৫৮ রানে অলআউট হয়েছিল রাজস্থান। আর এই হারের জেরেই শুরুতে ফর্মে থাকলেও প্লে অফের আশা কার্যত শেষই হয়ে গেল রাজস্থানের। উলটোদিকে, বিরাট ব্যবধানে জিতে পাঁচ নম্বরে উঠে এসে এখনও প্লে অফে পৌঁছনোর ক্ষীণ আশা জিইয়ে রাখল আরসিবির।